পাঠ্যবইবহির্ভূত প্যাসেজ
2. Match the words of the column A with their meaning that is mentioned in the text in the column B (extra two are given in column B).
Column A Column B
(a) introduce
(b) really
(c) live
(d) journey
(e) fun i) to stay at any place
ii) a period of travelling
iii) to be familiar with a person or a thing
iv) to enjoy something
v) a period of sleeping
vi) to happen something actually
vii) to eat something
Answer to the question no. 2
(a) iii) introduce — to be familiar with a person or a thing
(b) vi) really — to happen something actually
(c) i) live — to stay at any place
(d) ii) journey — a period of travelling
(e) iv) fun — to enjoy something
3. Answer the following questions in sentence(s).
(a) Who is introducing herself?
(b) Where are Sima and Jessica talking?
(c) Where is Jessica going?
(d) Where is Sima going?
(e) Where does Sima live?
(f) Where does Jessica live?
(g) When will their train leave?
(h) Why is Jessica going to Chittagong?
(i) What did Jessica wish for Sima?
Answer to the question no. 3
(a) Sima is introducing herself.
(b) They are talking at railway station.
(c) Jessica is going to Chittagong.
(d) Sima is going to Sylhet.
(e) Sima lives in Sylhet.
(f) Jessica lives in the United Kingdom.
(g) Their train will leave in ten minutes.
(h) Jessica is going to Chittagong on holiday.
(i) Jessica wished a good journey for Sima.
4. Write s short composition in five sentences on ‘Your Visit to Dhaka’. In your composition Answer the following questions.
a. When did you go to Dhaka?
b. With whom did you go there?
c. How did you go there?
d. Did you meet anyone there?
e. What did you see in Dhaka?
Answer to the question no. 4
Last year I went to Dhaka with my father. We went there by train from Narsingdi. We were waiting for train at Narsingdi Railway Junction. I met a girl named Ridwana who lives in Dhaka. She took us to different places of Dhaka. We saw all the important spots of Dhaka. She became a very good friend.
শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
২০১৬ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬৪
ইংরেজি ১ম পত্র
Describing graphs and charts
প্রিয় পরীক্ষার্থী, আজ ইংরেজি ১ম পত্রের Graphs and charts -এর ওপর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
1. This is the results of Swadhin in his Term-End exam. Now, describe the chart in 120 words.
Answer
The graph above shows the results of Swadhin in his Term-end exam. According to the data, it is clear that Swadhin is a student of science group. He obtained full marks in H. Maths. He got 100 out of 100. This is his highest mark in his Term-End exam. He got the lowest mark in Biology. The mark is 70. Then he gathered 75 in Physics. He got the third lowest marks 80 in both Bangla and Chemistry. Then, we find a steady progression in his Term-End result. He got 82 in English. In Mathematics he scored 95, the second highest marks. In an average, he got about 83% marks. The result shows that Swadhin is a brilliant student.
2. Look at the chart below. Try to describe/ analyze the chart in your own words. The horizontal numbers are based on million (approximate). The vertical numbers are for years. On the basis of the chart below, write a comparative article on mobile users, non mobile users and internet users.
Answer
The graph above shows a comparative data of mobile users, non mobile users and internet users. The data indicates the increase in the number of mobile and internet users from the year 2011 to 2013. At the same time, we find a gradual decrease in the number of non mobile users from 2011-2013.
In 2011, the number of mobile phone users exceeds 200 million and the non mobile users were below 200 million. About 50 million people used internet then. The numbers increased to 75 million in 2012. That year, the number of mobile phone users progressed steadily to below 400 million. As the number of mobile phone users increased, logically the number of non mobile users decreased to 125 million.
In 2013, the number of non mobile users decreased to 100 million leading the number of mobile users to a little less than 500 million. That year, the number of internet users increased to less than 100 million. The data proves that the world is getting technologically advanced day by day and people are leaning towards current telecommunication systems.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৯. বাংলাদেশের প্রথম সরকার ‘মুজিব নগর সরকার’ নামে পরিচিত। কখন এ সরকার গঠন করা হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
গ. ১৯৭১ সালের ১৬ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তর: ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
১০. মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। কত তারিখে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়?
ক. ১১ এপ্রিল খ. ১৩ এপ্রিল
গ. ১৭ এপ্রিল ঘ. ২০ এপ্রিল
উত্তর: গ. ১৭ এপ্রিল
১১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাগারে বন্দী থাকায় কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. তাজউদ্দীন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. এ এইচ এম কামারুজ্জামান
উত্তর: খ. সৈয়দ নজরুল ইসলাম
১২. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. কর্নেল আতাউল গনি ওসমানী
গ. ক্যাপ্টেন মনসুর আলী
ঘ. এ এইচ এম কামারুজ্জামান
উত্তর: ক. তাজউদ্দীন আহমদ
অধ্যায়-২
১. ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। এ বাহিনীর সেনাপতি কে ছিলেন?
ক. মেজর খালেদ মোশাররফ
খ. মেজর কে এম সফিউল্লাহ
গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ঘ. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
উত্তর: ঘ. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
২. মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
ক. তিনটি খ. চারটি গ. ১১টি ঘ. ৮টি
উত্তর: ক. তিনটি
৩. যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৪টি খ. ১১টি গ. ১২টি ঘ. ৮টি
উত্তর: খ. ১১টি
৪. ৩০০০০ নিয়মিত যোদ্ধাদের গঠিত বাহিনীর নাম কী?
ক. মুক্তিবাহিনী খ. মুক্তিফৌজ
গ. সামরিক বাহিনী ঘ. গেরিলা বাহিনী
উত্তর: খ. মুক্তিফৌজ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
২০১৬ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬৪
বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের সন্ধি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
সন্ধি
৭। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি খ. বিসর্গ সন্ধি
গ. অনুস্বার ঘ. স্বরসন্ধি
৮। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. কাঁচা + কলা = কাঁচাকলা
খ. নাতি + বৌ = নাতবৌ
গ. বদ্ + জাত = বজ্জাত
ঘ. রুপা + আলি = রুপালি
৯। ‘বিদ্যালয়’ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয়
খ. বিদ্যা + অলয়
গ. বিদ + আলয়
ঘ. বিদ্যা + আলয়
১০। ‘মহেন্দ্র’-এর সন্ধি কোনটি?
ক. মহে + ইন্দ্র খ. মহা + ইন্দ্র
গ. মাহা + ঈন্দ্র ঘ. মহ + ইন্দ্র
১১। ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা
গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা
১২। ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত
১৩। ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত + এক খ. মত + ঐক্য
গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ
১৪। ‘রবীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র
গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র
১৫। ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ
গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ
১৬। ‘অন্বেষণ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অন্ব + এষণ খ. অনু + এষণ
গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ
১৭। ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা + অক খ. গৈ + অক
গ. গায় + ক ঘ. গা + য়ক
১৮। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব + এষণা খ. গো + এষণা
গ. গো + ষণা ঘ. গ + বেষণা
১৯। ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. না + ই খ. নো + ইক
গ. না + বিক ঘ. নৌ + ইক
২০। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
২১। ব্যঞ্জনসন্ধি কত প্রকার?
ক. কোনো প্রকারভেদ নেই
খ. দুই প্রকার
গ. তিন প্রকার খ. চার প্রকার
২২। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি
২৩। হসন্ত ধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে স্বরধ্বনিটি কী হয়?
ক. দ্বিত্ব হয় খ. সংক্ষিপ্ত হয়
গ. লুপ্ত হয় ঘ. লুপ্ত হয় না
২৪। স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?
ক. স্বরধ্বনি দ্বিত্ব হয়
খ. ব্যঞ্জনধ্বনি লোপ হয়
গ. ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়
ঘ. স্বরধ্বনি লোপ হয়
২৫। ‘নাতজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নাতি + জামাই
খ. নাতিন + জামাই
গ. নাজ্ + জামাই
ঘ. নাত + জামাই
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
সন্ধি
৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ।
শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
No comments:
Post a Comment