Social Icons

Tuesday, February 2, 2016

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রায় ছয় ঘণ্টা পর গাজীপুরের বোর্ডবাজারে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বেলা ১টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আক্তারুজ্জামান লিটন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।
 
আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকটি স্থানে এখনও জ্বলছে বলে জানান তিনি।
 
আগুনের ঘটনায় কমপক্ষে একশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করছে।
 
এদিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানার ৮তলা ভবনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, সকাল সাড়ে ৭টার দিকে মেট্রিক্স সোয়েটার কারখানার ৮তলা ভবনের আট তলায় কারখানার সুতার গোডাউনের একটি রুমে প্রথম আগুন লাগে। কারখানায় সিনথেটিক মালামাল থাকায় আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। 
 
আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ঢাকা, সাভারসহ বিভিন্ন এলাকা থেকে আরো ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সকাল সাড়ে নটার দিকে আগুন ৭ম তলায়ও ছড়িয়ে পড়ে। 
 
জানা গেছে এ কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করে। সকালে যখন শ্রমিকরা কারখানায় কাজ যোগদানের জন্য আসছিলেন তখন আগুন লাগায় সেখানে কোন শ্রমিক ছিলেন না বলে কর্তৃপক্ষ জানায়। তবে আগুন নেভাতে গিয়ে ৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়।  

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates