যে ভবনে অ্যাডলফ হিটলার জন্ম নিয়েছিলেন সেটা ধ্বংস করা হচ্ছে না। তবে সেটিকে এমনভাবে সংস্কার করা হবে যাতে এর আগের কোনো ছাপই থাকবে না।
অস্ট্রিয়া-জার্মান সীমান্তের ব্রানাউ অ্যাম ইন শহরের তিনতালার একটি অ্যাপার্টমেন্টে ১৮৯০ সালে জন্ম নিয়েছিলেন হিটলার। সোমবার জার্মানির এই স্বৈরাচার ও যুদ্ধবাজ নেতার জন্মস্থানটি নিও নাৎসিদের কেন্দ্র হয়ে উঠছে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়ে ছিলেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উলফগ্যাং সোবোটকা। তিনি বলেছিলেন, বিশেষজ্ঞদের একটি কমিটি বলেছে এই বাড়িটি ধ্বংস করে দেয়া উচিত। সেই অ্যাপার্টমেন্টের স্থলে প্রশাসনিক বা দাতব্য কোনো ভবন গড়ে তোলা হবে।
তবে মঙ্গলবার আগের কথার পাল্টা কথা বলেন, ভবন ভেঙ্গে ফেলা শব্দটা বিতর্কের অবকাশ রয়েছে। ব্রানাউ শহরের অ্যাপার্টমেন্টটি এমনভাবে সংস্কার করা হবে যাতে সেটি আর চিহ্নিত করা না যায়। অস্ট্রিয়ার সরকার নিয়োজিত একটি কমিশন জানিয়েছে, নিও নাৎসিদের ঠেকাতে এই ভবন ধ্বংস করলে সেটা হবে অস্ট্রিয়ার ইতিহাসের একটা অংশ মুছে ফেলার শামিল। এনডিটিভি।
No comments:
Post a Comment