বিচ্ছেদ মানেই হারানোর যন্ত্রণা। কিন্তু সবসময় এই কথা সত্য নাও হতে পারে। কারণ অনেক সময় বিচ্ছেদ ভুল শোধরানোর সুযোগ তৈরী করে দেয়। আর একটা খারাপ সম্পর্কের সমাপ্তি অারেকটা ভাল সম্পর্ক শুরুর সম্ভাবনা তৈরী করে। নিজেকে চিনতে শেখায়। সেই সঙ্গে কাছের মানুষদের চেনারও ভালো সুযোগ সৃষ্টি করে বিচ্ছেদ। এছাড়াও বিচ্ছেদের আরও কিছু উপকারিতা আছে। জেনে নিন সেগুলো:
১. বিচ্ছেদ মানেই স্বাধীনতা। কখন কী করবেন, কী পরবেন, কী খাবেন, কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন তা নিয়ে আর কারোর কাছে জবাবদিহি করতে হবে না। নিজের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবার থেকে শুধুই আপনার।
২. প্রাক্তনের যে সব স্বজন-বন্ধুদের আপনি পছন্দ করতেন না, তাদের সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে আর হেসে হেসে কথা বলারও দায় থাকবে না।
৩. সম্পর্ক ভাঙার যন্ত্রণা মানুষকে আরও সহনাভূতিশীল করে তোলে। নিজের মানসিক যন্ত্রণা অন্যদের কষ্টও বুঝতে শেখায়।
৪. প্রতিটি বিচ্ছেদের সময়ই জীবনটা বেশ কিছু দিনের জন্য এলোমেলো হয়ে যায়। এই কঠিন সময় সত্যিকারের বন্ধুরাই কিন্তু পাশে থাকে। বিচ্ছেদকালে তাই সত্যিকারের বন্ধুদের চেনা যায়।
৫. বিচ্ছেদের যন্ত্রণা মানুষকে অনেক বেশি ক্রিয়েটিভ করে তোলে। অনেক কবি-সাহিত্যিক-শিল্পির সৃষ্টি হয়েছে এই যন্ত্রণা থেকেই।
৬. কারো সঙ্গে মনের মিল না হলেই সম্পর্কটি বিচ্ছেদের দিকে যায়। তাই বিচ্ছেদের পরে আগের ভুল শুধরে মনের মতো মানুষ খুঁজে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়।


No comments:
Post a Comment