দুবাইয়ে ‘টর্চ টাওয়ার’ নামের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুবছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ভবনটিতে আগুন লাগলো। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ৮৬ তলার ওই ভবনটির উপরের দিক থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে এবং ধ্বংসাবশেষ ভেঙ্গে পড়ছে। ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা।
তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। এক টুইটবার্তায় তারা জানায়, ‘‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ এর আগে, ২০১৫ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির অনেক ক্ষতি হয়েছিলো।
বিবিসি।
No comments:
Post a Comment