নেইমার এখন পিএসজির। গত বৃহস্পতিবার ফরাসি ক্লাবটিতে যোগদান করেছেন ব্রাজিলিয়ান তারকা। প্যারিসে এসেই ব্যস্ত সময় পার করছেন সাবেক বার্সা ফরোয়ার্ড। ফ্রান্সের বিমানবন্দরে নামার পরই হাজার হাজার ভক্ত স্বাগত জানিয়েছে এই তারকাকে। ক্লাবে পৌঁছার পর দলের বাকি সদস্যদর সঙ্গে পরিচিত হন তিনি। এরপরই পিএসজির হয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন নেইমার। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি জানিয়ে দেন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন ও বড় সিদ্ধান্ত ছিল। তবে পিএসজিতে আসতে পেরে দারুণ খুশি তিনি। নেইমার আরো জানান, পিএসজির হয়ে সম্ভব সবগুলো ট্রফি জিততে চান তিনি।
সংবাদ সম্মেলনে নেইমারকে পরিচয় করিয়ে দেন পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি। সাংবাদিকরা প্রথমেই জানতে চান কেন বার্সেলোনা ছাড়লেন তিনি। নেইমার বলেন, ‘বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। আমি আরো বেশি চ্যালেঞ্জ নিতে চাইছিলাম। পিএসজিতে সেটা পাব আমি। এখানে খেলা বার্সেলোনার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তবে আমি সব সময় কঠিন কাজ করতে ভালোবাসি।’
পিএসজি ফরাসি ক্লাবে বড় দল হলেও ইউরোপীয় আসরে এখনো কোনো বড় শিরোপা নেই দলটির। সংবাদ সম্মেলনেও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নেইমারের সামনে একের পর প্রশ্ন আসতে থাকে। নেইমার জানান, ‘এখানে আমার প্রথম লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগ জেতা। তবে কেবল সেটাই নয়, যতগুলো ট্রফি জেতা সম্ভব, সবই চাই আমার। ক্লাব আমার ওপর ভরসা রেখেছে। এখন আমাকেও এর প্রতিদান দিতে হবে।’
পিএসজিতে এলেও পুরোনো সতীর্থদের ধন্যবাদ জানাতে ভোলেননি নেইমার। তিনি বলেন, ‘বার্সেলোনায় সেরা চারটি বছর পার করে এসেছি আমি। সব সময় সতীর্থদের ভালোবাসা পেয়েছি। মেসি-পিকেদের ধন্যবাদ।’
No comments:
Post a Comment