ব্রাজিলের মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট মিশেল তেমেরের বিরুদ্ধে দুনীতির অভিযোগের ভিত্তিতে তার বিচার হবে কিনা বুধবার সে ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছুতে দেশটির আইন প্রণেতারা কংগ্রেসে ভোট দিচ্ছেন। লাতিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্রটিতে এটাই সর্বশেষ রাজনৈতিক অস্থিরতার ঘটনা।
ক্ষমতাসীন পিএমডিবি পার্টির প্রবীণ নেতা তেমেরের বিরুদ্ধে মাংস প্যাকেটকরণ প্রতিষ্ঠানের এক কর্মকর্তার কাছে থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। ফলে দেশের জনগণের কাছে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে।
কংগ্রেসের নিম্নকক্ষে তেমেরের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পড়লে তবে তাকে ১৮০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হবে এবং বিচারের জন্য তাকে সুপ্রিম কোর্টের সম্মুখীন হতে হবে। একই আইনপ্রণেতারা তেমেরের পূর্বসূরি বামপন্থী দলীয় প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসিত করার মাত্র ১২ মাসের মাথায় আবার একই পরিস্থিতির সৃষ্টি হল। বিশ্লেষকরা অবশ্য বলছে, নিম্নকক্ষে তেমেরের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ ভোট ঠেকানোর মতো যথেষ্ট সমর্থক তার রয়েছে। এএফপি।
No comments:
Post a Comment