নিজেকে পীর দাবি করে 'জ্বিন' তাড়ানোর নামে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করার স্থাপন করে আসছিল প্রতারক আহসান হাবিব পিয়ার। গোপনে অন্তরঙ্গ সময়ের দৃশ্য ভিডিও করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে সে লাখ-লাখ টাকাও আদায় করত।
মঙ্গলবার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল খিলগাঁও থেকে তাকে গ্রেফতার করেছে।
এ সময় তার কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, আহসাব হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশুনা করে। সে ইউটিউবে ‘এএইচপি টিভি’ নামে একটি চ্যানেল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিত। নিজের চ্যানেলে সে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করে। মধ্যপ্রাচ্যে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সে ধর্মের কথা বলে অনেক অনুসারী তৈরি করেছে। এমন ভালো মানুষের ছদ্মবেশের আড়ালে সে নিজেকে পীর দাবি করে মেয়েদের নির্যাতন করে আসছিল। সে বিভিন্ন সময়ে অ্যাপের মাধ্যমে মেয়েদের সঙ্গে যৌন উত্তেজক কথা বলে তা রেকর্ড করে রাখত। পরে রেকর্ড করা অডিও-ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই মেয়েদের নিজের বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করত।
সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম জানান, শারীরিক সম্পর্কের সময় তা ভিডিও করে রাখত পিয়ার। পরে সেই ভিডিওগুলোর কথা জানিয়ে মেয়েদের জিম্মি করত।
এ ঘটনায় তার বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
No comments:
Post a Comment