স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ ব্রাজিলিয়ান স্টার নেইমারের বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো প্রত্যাখ্যান করেছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, লা লিগা কর্মকর্তাদের ধারণা পিএসজির এই অর্থ উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি লঙ্ঘন করছে।
তবে ফরাসি দল পিএসজি মনে করে না লা লিগা কর্তৃপক্ষের বাধায় নেইমারের দলবদলে বিলম্ব হবে। ফরাসি লিগ ওয়ান কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় সূত্র বিবিসিকে জানিয়েছে, লা লিগা বেআইনিভাবে হস্তক্ষেপ করছে, তাই সমস্যার সমাধানে আমরা পদক্ষেপ নিচ্ছি। এর আগে বার্সেলোনা বলেছিল, নেইমারের দলবদল সংক্রান্ত বিষয়ে পিএসজি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে লঙ্ঘনের বিষয়ে উয়েফার কাছে অভিযোগ করবে।
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা এটা নিশ্চিত করছি যে নেইমারের আইনজীবী বাই আউট ক্লজের অর্থ প্রদান করতে এসেছিল কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মানুযায়ী কোনো ইউরোপিয়ান ক্লাব তাদের আয়ের চেয়ে ৩০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে পারবে না।
কাতারি পেট্রোডলারে বলীয়ান পিএসজির বিরুদ্ধে, ‘অর্থনৈতিক মাদক’ ব্যবহারের অভিযোগ তুলেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তিনি বলেন, অর্থনৈতিক মাদক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র সমর্থিত ক্লাবগুলো ইউরোপের পেশাদার ফুটবলকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিবিসি।
No comments:
Post a Comment