পর্তুগালের পোর্তোতে ডাক্তারি পরীক্ষার জন্য গাড়ি থেকে নামছেন নেইমার। ছবি: এএফপি
বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়া গতকালই নিশ্চিত হয়ে গেছে। এবার কেবল আনুষ্ঠানিকতার পালা। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কাতার গিয়ে মেডিক্যাল টেস্ট করার কথা ছিল ব্রাজিলিয়ান তারকার। কিন্তু কাতারে নয়; মেডিক্যাল টেস্টে করানোর জন্য পোর্তো গেছেন ব্রাজিলিয়ান তারকা।
গতকাল বুধবার ক্যাম্প ন্যু থেকে দলের অনুমতির সঙ্গে সতীর্থদের বিদায় জানিয়ে পর্তুগালের উদ্দেশে উড়াল দেন নেইমার। সেখানে মেডিক্যাল পরীক্ষা শেষে শুক্রবার প্যারিসে যাবেন। পুরো আনুষ্ঠানিকতা শেষ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ওই সময়টুকু তিনি বার্সেলোনার হয়েই থাকবেন। তবে কোচের কাছ থেকে ছুটির অনুমতি পেয়েছেন নেইমার।
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ক্যাম্প ন্যু তে ৪ বছর কাটিয়ে ফুটবল ইতিহাসে সবচেয়ে আলোচিত দলবদলের নায়ক হন তিনি।
ব্রাজিল সুপারস্টারের জন্য ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত পিএসজি। বাংলাদেশি মুদ্রায় ২১১৯ কোটি টাকা প্রায়! এর আগে পল পগবার ট্রান্সফার ফি এর চাইতে দ্বিগুণেরও বেশি। জুভেন্তাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা যোগ দিয়েছিলেন ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে।
No comments:
Post a Comment