তবে হঠাৎ করেই নতুন বিতর্ক শুরু হয়েছে পরীকে নিয়ে। বিতর্কটা শুরু হয় রোববার সকাল থেকে। তার আসল নাম নাকি স্মৃতি মনি। সিনেমা জগতে এসে নাম বদল করে হয়েছেন পরীমনি।
তার নাকি ২০১০ সালে বিয়েও হয়েছে। স্বামীর নাম ইসমাইল জন। ভোলার সম্ভ্রান্ত পরিবারের ছেলে জন। পরী-জনের বিয়ে নাকি মেনে নেয়নি জনের পরিবার।
তবে এসব ঘটনা নতুন করে আলোচনায় এসেছে রোববার থেকে। অনিক আব্রাহাম নামে জনের এক বন্ধু ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন।
ছবিগুলো পোস্ট হওয়ার পরই ফেসবুকে শুরু হয় পরীমনিকে নিয়ে নানা মন্তব্য। পরে অবশ্য ছবিগুলো সরিয়ে দিয়েছেন আব্রাহাম।
তিনি ফেসবুকে আরো লিখেছেন, ‘এ রকম পিক তো আপনারা যারা আজ এই নিউজ করেছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশি কাছাকাছি হবে। তাহলে আপনার সবগুলোই আমার জামাই।’
এরপর সংবাদিকদের অনুরোধ জানিয়ে লেখেন, ‘যে বা যাহারা আমার ক্ষতি করবেন বলে এসব করছেন তাদের বলছি, আমার ক্ষতি না বরং আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন। একচুয়ালি জার্নালিস্টদের প্রতি রেসপেক্ট রেখে বলছি আপনারা প্লিজ ভিত্তিহীন নিউজ করবেন না।’
প্রসঙ্গত, বর্তমানে অনেকগুলো ছবির কাজ করছেন পরীমনি। হাতে সময় না থাকায় অনেক পরিচালককে ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন পরী। গত ২৯ জানুয়ারি পরীমনি অভিনীত নতুন সিনেমা পুড়ে যায় মন মুক্তি পেয়েছে।
No comments:
Post a Comment