Social Icons

Monday, February 1, 2016

পরীমনির গোপন ছবি নিয়ে তোলপাড়!

বড় পর্দায় বেশ ব্যস্ত সময়ই পার করছেন চিত্রনায়িকা পরীমনি। ঢালিউডে ধীরে ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করছিলেন তিনি।

তবে হঠাৎ করেই নতুন বিতর্ক শুরু হয়েছে পরীকে নিয়ে। বিতর্কটা শুরু হয় রোববার সকাল থেকে। তার আসল নাম নাকি স্মৃতি মনি। সিনেমা জগতে এসে নাম বদল করে হয়েছেন পরীমনি।

তার নাকি ২০১০ সালে বিয়েও হয়েছে। স্বামীর নাম ইসমাইল জন। ভোলার সম্ভ্রান্ত পরিবারের ছেলে জন। পরী-জনের বিয়ে নাকি মেনে নেয়নি জনের পরিবার।  

তবে এসব ঘটনা নতুন করে আলোচনায় এসেছে রোববার থেকে। অনিক আব্রাহাম নামে জনের এক বন্ধু ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন।  

আব্রাহাম ছবিগুলো প্রকাশের পাশাপাশি লিখেছেন, 'আমার বন্ধু ইসমাইল আর তার wife সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলচিত নাইকা পরি মনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্ন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দিধাভোদ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু সেয়ার করলাম।'

ছবিগুলো পোস্ট হওয়ার পরই ফেসবুকে শুরু হয় পরীমনিকে নিয়ে নানা মন্তব্য। পরে অবশ্য ছবিগুলো সরিয়ে দিয়েছেন আব্রাহাম।


এদিকে ছবিগুলো নিয়ে পরীমনি ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশ করে লেখেন,‘সরি টু সে... ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! ওরে ভাই এ রকম পিক আমার হাজার জনের সাথে আছে। তার মানে এই না যে সেই হাজার জন আমার জামাই লাগে। আর কি এমন পিকখানা পাইছেন যেখানা নিয়ে এত্ত লাফালাফি শুরু কইরা দিছেন? ছবিটায় কী আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি? না আমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি কোনটা????’

তিনি ফেসবুকে আরো লিখেছেন, ‘এ রকম পিক তো আপনারা যারা আজ এই নিউজ করেছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশি কাছাকাছি হবে। তাহলে আপনার সবগুলোই আমার জামাই।’

এরপর সংবাদিকদের অনুরোধ জানিয়ে লেখেন, ‘যে বা যাহারা আমার ক্ষতি করবেন বলে এসব করছেন তাদের বলছি, আমার ক্ষতি না বরং আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন। একচুয়ালি জার্নালিস্টদের প্রতি রেসপেক্ট রেখে বলছি আপনারা প্লিজ ভিত্তিহীন নিউজ করবেন না।’

প্রসঙ্গত, বর্তমানে অনেকগুলো ছবির কাজ করছেন পরীমনি। হাতে সময় না থাকায় অনেক পরিচালককে ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন পরী। গত ২৯ জানুয়ারি পরীমনি অভিনীত নতুন সিনেমা পুড়ে যায় মন মুক্তি পেয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates