Social Icons

Sunday, August 20, 2017

ইতালিতে বন্ধ হতে পারে বাংলাদেশিদের ভিসা।


ইতালি থেকে অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে না আনলে দেশটিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার ওপর কড়াকড়ি আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় কমিশন। ভূমধ্যসাগরে অভিবাসন সংকটের সমাধানে ইতালিকে অতিরিক্ত ১০০ মিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করার সময় বাংলাদেশের জন্য এই সতর্কতা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার।

ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনিকে লেখা চিঠিতে জঁ ক্লদ জাঙ্কার বলেন, ‘ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসনের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তা সমাধানে ইতালির সঙ্গে সমন্বয়ের জন্য ব্রাসেলসে একটি বিশেষ যোগাযোগের প্রতিনিধিদল গঠন করা হয়েছে।’

ইতালি প্রবাসী বাংলাদেশি শ্যামল কবির জানান, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে ইতালিতে অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি। এর বেশিরভাগই এসছে সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে। অনেকেই পাশের দেশে নাগরিকত্ব না পেয়ে ইতালি এসেছে। এর ফলে দেশটিতে বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের চাপ অনেক বেশি।

এই প্রবাসী বলছেন, ইতালিতে যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য ইউরোপীয় ইউনিয়ন চাপ দিলেও পুরোপুরি ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে হচ্ছে না। কারন ইউরোপের মোহে যারা ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে পারে তারা বললেই ইউরোপ ত্যাগে ব্যস্ত হয়ে উঠবে এমনটা আশা করা অনুচিত। সেক্ষেত্রে তারা তখন পালিয়ে ইউরোপের অন্যান্য দেশে যেতে চেষ্টা করবে, অথবা যেকোনভাবে টিকে থাকতে চাইবে।

এই ইতালি প্রবাসীর আশঙ্কা , ইইউ’র হুশিয়ারি উপেক্ষা করে যদি অবৈধরা সেখানে থেকে যায় তাহলে পরবর্তীতে বাংলাদেশিদের ভিসা দেয়ার ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করতে পারে ইতালি সরকার। এর আগে সিজোনাল ভিসায় ইতালি বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সেটা শ্রমবাজারে মারাত্মক প্রভাব ফেলবে। এমনকি ইতালিতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যেতে পারে।
শ্যামল মনে করেন, সরকারের সংশ্লিষ্ট মহলের সচেতন পদক্ষেপের মাধ্যমে বিষয়টি সমাধানে এগিয়ে আসা উচিত।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ডিঙি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৯৩ হাজারের বেশি অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। গত বছরের তুলনায় অবৈধ অভিবাসীর এই হার ছয় শতাংশ বেশি। এ অবৈধ অভিবাসীদের মধ্যে নাইজেরিয়া, বাংলাদেশ ও গায়ানার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত আট হাজার ৪৩৬ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ইতালি থেকে ফেরত পাঠাতে ভিসা প্রক্রিয়া কঠোর করার বিষয়টি জঁ ক্লদ জাঙ্কার তার চিঠিতে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গ সংগঠন ইউরোপীয় কমিশন (ইসি) ২৮ টি সদস্য দেশের জোটটির দৈনন্দিন কাজ পরিচালনার পাশাপাশি আইনের প্রস্তাব, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জোটের চুক্তি সমুন্নত রাখতে কাজ করে।

ফলে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে গত এক বছর ধরে বাংলাদেশকে তাগাদা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে গত বছর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা মানসম্মত পরিচালনা পদ্ধতির খসড়া বাংলাদেশকে প্রস্তাবও করে ইইউ। ওই খসড়া চলতি মাসের মধ্যে চূড়ান্ত করতে চাপ দিচ্ছে ইইউ।

এদিকে, অবৈধদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেও ৩১ জুলাইয়ের মধ্যে তা করা সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত আট বছরে ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates