ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান জিয়া ---
উৎপাদন কম হলেও আগামী মৌসুমে (২০১৭-১৮) ব্রাজিলে কফি রফতানিতে চাঙ্গাভাব অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ব্রাজিল ব্যুরো থেকে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে আগামী মৌসুমের জন্য এই প্রথম ব্রাজিলে কফির চাহিদা ও সরবরাহ নিয়ে পূর্বাভাস দেয়া হলো। সেখানে বলা হয়েছে ব্রাজিল থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যাগ কফি রফতানি করা হবে; আগের বছরও একই পরিমাণ কফি রফতানি করেছিল দেশটি। এ মৌসুমটিতে ব্রাজিলে দ্বিবার্ষিক ফসলচক্র শেষ হওয়ার কারণে সার্বিকভাবে উৎপাদন কম হবে। আগামী মৌসুমে ব্রাজিলে ৫ কোটি ২১ লাখ ব্যাগ কফি উৎপাদিত হবে; যা আগের বছরের তুলনায় ৪০ লাখ ব্যাগ কম। অন্যান্য পূর্বাভাসের তুলনায় যা বেশি।
ব্রাজিলের বিভিন্ন কফি উৎপাদন অঞ্চল ঘুরে ইউএসডিএ অ্যারাবিকা কফি উৎপাদনে সবচেয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। সংস্থাটির ধারণা, আগামী মৌসুমে ব্রাজিলে মোট ৪ কোটি ৫ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদিত হবে। এক্ষেত্রে রাবোব্যাংক ৩ কোটি ৬৭ লাখ ব্যাগ ও কোনাব ৩ কোটি ৫৪ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।
আগামী মৌসুমে ১ কোটি ১৬ লাখ ব্যাগ রোবাস্তা কফি উৎপাদিত হবে।
ইউএসডিএ ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, কফি গাছগুলোয় পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছি
উৎপাদন কম হলেও আগামী মৌসুমে (২০১৭-১৮) ব্রাজিলে কফি রফতানিতে চাঙ্গাভাব অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ব্রাজিল ব্যুরো থেকে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে আগামী মৌসুমের জন্য এই প্রথম ব্রাজিলে কফির চাহিদা ও সরবরাহ নিয়ে পূর্বাভাস দেয়া হলো। সেখানে বলা হয়েছে ব্রাজিল থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যাগ কফি রফতানি করা হবে; আগের বছরও একই পরিমাণ কফি রফতানি করেছিল দেশটি। এ মৌসুমটিতে ব্রাজিলে দ্বিবার্ষিক ফসলচক্র শেষ হওয়ার কারণে সার্বিকভাবে উৎপাদন কম হবে। আগামী মৌসুমে ব্রাজিলে ৫ কোটি ২১ লাখ ব্যাগ কফি উৎপাদিত হবে; যা আগের বছরের তুলনায় ৪০ লাখ ব্যাগ কম। অন্যান্য পূর্বাভাসের তুলনায় যা বেশি।

ব্রাজিলের বিভিন্ন কফি উৎপাদন অঞ্চল ঘুরে ইউএসডিএ অ্যারাবিকা কফি উৎপাদনে সবচেয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। সংস্থাটির ধারণা, আগামী মৌসুমে ব্রাজিলে মোট ৪ কোটি ৫ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদিত হবে। এক্ষেত্রে রাবোব্যাংক ৩ কোটি ৬৭ লাখ ব্যাগ ও কোনাব ৩ কোটি ৫৪ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।
আগামী মৌসুমে ১ কোটি ১৬ লাখ ব্যাগ রোবাস্তা কফি উৎপাদিত হবে।
ইউএসডিএ ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, কফি গাছগুলোয় পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছি

সবমিলে আগামী মৌসুমে মোট ২ কোটি ৯৪ লাখ ব্যাগ অপ্রক্রিয়াজাত ও ৩৬ লাখ ব্যাগ প্রক্রিয়াজাত কফি রফতানি করবে বলে জানিয়েছে ইউএসডিএ ব্রাজিল ব্যুরো। ব্রাজিলের কফির চাহিদা অপরিবর্তিত থাকার ধারণা করছে সংস্থাটি। আগামী মৌসুমে সব মিলিয়ে ২ কোটি ৭০ লাখ ব্যাগ কফির চাহিদা থাকবে দেশটিতে। আগের মৌসুমের সঙ্গে তুলনা করলে চাহিদা খুব একটা বাড়েনি।
এদিকে কম উৎপাদনের মধ্যেও রফতানির গতি ধরে রাখার কারণে দেশটিতে মজুদ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। আগামী মৌসুম নাগাদ ব্রাজিলে কফির মজুদ ২৮ শতাংশ কমে ৩৮ লাখ ৯০ হাজার ব্যাগে পৌঁছবে।
No comments:
Post a Comment