বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে এ বছর জাঁকজমকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেননি দলটির নেতা-কর্মীরা। এর পরিবর্তে দোয়া মাহফিল করে বিএনপিনেত্রীর জন্মদিন পালন করেছেন তারা। অন্য দিকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাজিল শাখা কর্তৃক আয়োজিত ১৫ই আগস্ট সন্ধায় ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী খ্যাত সাওপাওলোর ব্রাইসে স্থানীয় এক রেস্টুরেন্টে বেগম জিয়ার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাধিক নেতাকর্মীদের পদভারে রেস্টুরেন্ট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুভ শুভ শুভদিন বেগম জিয়ার জন্মদিন স্লোগানে পূরো হলরুম মূখরিত হয়ে উঠে। এ সময় বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায়।

পেয়ার হোসেন কমলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বক্তাগন হলেন - সাংবাদিক মীর হোসেন মিরু,
সাইফুল্লাহ মামুন, মাহবুব হোসাইন মিশু, সাকিল, আব্দুর রহিম চৌধুরী, হাসান খান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, হোসনে মোবারক প্রমুখ।

প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ হতে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হতে ভিডিও কনফারেন্সে সাবেক সংসদ সদস্য সাবেক যুবদল সভাপতি বি এন পির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রধান অতিথি বিশেষ অতিথিসহ সকল বক্তাগন বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের সীমাহীন দূর্নিতীর বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং দেশের জনগনের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বানের দাবী জানান।

সাও পাওল থেকে -ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান
No comments:
Post a Comment