Social Icons

Monday, February 29, 2016

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জন নিহত হয়েছেন। এসময় অর্ধশত নাগরিক আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। 
শিয়া অধ্যুষিত পূর্ব বাগদাদের সাদর শহরের একটি বিপণিবিতানের কাছে এ হামলা চালানো হয়। 
  
দুই আত্মঘাতী হামলাকারী স্থানীয় সময় রোববার এ হামলা চালায়। 
  
জঙ্গী সংগঠন আইএস  এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।সামনে এ রকম আরো হামলা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা। সুন্নি মুসলমানদের এই সংগঠনটি ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে এবং শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। 
  
ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা যায়, বহু মানুষের স্যান্ডেল, জুতা ও মোবাইল ফোন রক্তের সঙ্গে মিশে পড়ে আছে।

নাইজেরিয়াতে ২৪ হাজার 'ভুতুড়ে' কর্মচারী

নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয় দেশটির সরকারি বেতন তালিকা থেকে ২৪ হাজার কর্মচারীর নাম বাদ দিয়েছে। কারণ বাস্তবে এসব কর্মচারীর কোনো অস্তিত্ব নেই। খবর বিবিসির।

এর ফলে দেশটিতে প্রতি মাসে সাড়ে ১১ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

অভিযোগ ছিল, নাইজেরিয়ার সরকারি চাকরিতে কাগজপত্রে এমন অনেক কর্মচারীর নাম রয়েছে, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

তাদের নাম ব্যবহার করে অন্য কেউ সে বেতন নিয়ে যাচ্ছে- এ অভিযোগের পরে দেশটির অর্থ মন্ত্রণালয় এটি নিরীক্ষা চালায়।

গত বছর নাইজেরিয়াতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতাসীন হবার পরে দুর্নীতিবিরোধী প্রচারণা শুরু করেন। তার অংশ হিসেবে সরকারি চাকরিতে এই নিরীক্ষা চালানো হয়।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী। দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ার অর্থনীতি থমকে গেছে।

সরকারি চাকরিতে নিরীক্ষার বিষয়টি শুরু হয় গত ডিসেম্বরে। যেসব ব্যাংক হিসাবে সরকারি বেতন পরিশোধ করা হতো, সেসব হিসাবের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আঙুলের ছাপ মিলিয়ে পরীক্ষা করা হয়।

এতে দেখা যায়, ২৪ হাজার মানুষের কোনো অস্তিত্ব নেই। নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত বিরতিতে এই নিরীক্ষা অব্যাহত থাকবে।

ইন্দোনেশিয়ায় প্রাচীন যৌনপল্লী উৎখাত

ইন্দোনেশিয়ায় প্রাচীনতম একটি যৌনপল্লী বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। 
  
বিশ্বের অন্যতম এই মুসলিম জনবহুল দেশ থেকে 'দেহ-ব্যবসা' পুরোপুরি নির্মূল করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ এই এলাকার যৌনকর্মীদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়েছে। 
  
রাজধানী জাকার্তায় এই কালিজদো এলাকায় তিন হাজারের মতো মানুষ বাস করতো। 
  
বিবিসির সংবাদদাতা বলছেন, এখান থেকে স্থানীয় বাসিন্দাদের গত এক সপ্তাহ ধরেই উৎখাত করা হচ্ছিলো। কর্তৃপক্ষের নির্দেশের পর যৌনকর্মীরা এখান থেকে তাদের জিনিসপত্র নিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছিলো।

এই এলাকায় বহু পরিবার বসবাস করে আসছিলো কয়েক প্রজন্ম ধরে। যেসব পানশালা, ক্যাসিনো, দোকানপাট, নাইটক্লাব ছিলো সেগুলোকেও ভেঙে দেয়া হয়েছে। অনেকেই ধারণা করেছিলো যে স্থানীয় লোকজনের দিক থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ হতে পারে। সংঘর্ষ হতে পারে পুলিশের সাথেও।

কিন্তু শেষ পর্যন্ত লোকজন এখান থেকে নিরবেই চলে গেছে। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিলো না। 
  
তারা বলছেন, এই সিদ্ধান্ত প্রতিরোধের কোনো ক্ষমতা তাদের নেই। তারা শুধু চাইছেন সরকারও যেনো তাদের দিকে একটু খেয়াল রাখেন। 
  
এই উৎখাত অভিযানে বহু পুলিশ অংশ নেয়। এসময় অনেক বাড়িঘর থেকে ছুরি ও বন্দুকের মতো বহু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। 
পুলিশ বলছে, এই এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রও সক্রিয় ছিলো। 
  
সরকার বলছে, নদীর তীরবর্তী এই এলাকাটিতে পুলিশ এখন একটি কলাবাগান গড়ে তুলবে। 
  
কর্তৃপক্ষ বলছে, দেশটিতে এরকম যৌনপল্লী বা রেড-লাইট এলাকার সংখ্যা একশোটির মতো।ইন্দোনেশিয়ার সরকার চাইছে, সারা দেশের যৌন-পল্লী বন্ধ করে দিতে। 
  
দেহ ব্যবসা ইন্দোনেশিয়ায় অবৈধ হলেও বড়ো বড়ো শহরগুলোতে অবাধেই এই যৌন ব্যবসা চলে আসছে। 
  
সূত্র: বিবিসি বাংলা। 

জিয়াকে ভুলে নতুন প্রেমে সুরজ!

চিরতরে মুছে গেছে একটা নাম। জিয়া খান। লাশকাটা ঘরে রূপালি পর্দার উষ্ণ, উচ্ছ্বল তরুণীটির নিথর দেহ দেখে কেঁপে উঠেছিল গোটা দেশ। অলক্ষে চোখের জল বেরিয়েছিল অনেকের।

যাকে ঘিরে জিয়া খানের মৃত্যু আরও মর্মান্তিক হয়ে উঠেছিল, সেই সূরজ পাঞ্চোলি কি ভুলে গেছেন জিয়াকে? তার সেই প্রেমিকা, যে আজ এই পৃথিবীতে নেই। সূরজ কি সেই চোখ, সেই দিনগুলি একেবারে ভুলে গেছেন? হয়তো বা।

কেননা, বলিউডে জোর গুঞ্জন, জিয়া-পর্ব অনেকটা পেছনে ফেলে এসে সূরজ আজ নতুন সম্পর্কের অংশ। অনেকে চেনেন, অনেকে এখনও নন। নাম, মাওরা হোকেন। পাকিস্তানের অভিনেত্রী। ‘‘সনম তেরি কসম’’ ছবিতে যাকে সম্প্রতি দেখা গেছে।

ছবিটি বক্স অফিসে মোটেই ভালো চলেনি। তবে মাওরা কিন্তু একটু একটু করে বলিউডে ডানা মেলতে শুরু করেছেন। ইতিমধ্যেই দু’টি প্রজেক্টে সই করেছেন।

টুইটারে সূরজ বলেছেন, ‘‘সব বাজে কথা।’’ কিন্তু তাতে জল্পনায় দাঁড়ি পড়ছে না। রণবীর কাপূরের অন্ধ ভক্ত মাওরার তরফে অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

শারমীনের দ্বিতীয়বার অস্কার জয়

প্রথম পাকিস্তানি হিসেবে শারমীন ওবায়েদ চিনয় দ্বিতীয়বারের মত অস্কার পুরস্কার অর্জন করেছেন।

'এ গার্ল ইন দ্য রিভার' ছবির সুবাদে তিনি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে অস্কার জয় করেন। খবর ডন অনলাইনের।

সানা সাফিনাজের কালো গ্রাউন পরে শারমীন তার মা এবং তথ্যচিত্র দলের সঙ্গে লাল কার্পেটে হেঁটে যান। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, 'আমি আরেকবার জয় করলাম।'

শারমীন তার এই পুরস্কার পাকিস্তানের অনার কিলিংয়ের (সম্মানের জন্য হত্যা) শিকার নারীদের উৎসর্গ করেছেন।

এর আগে সেভিং ফেসেস দিয়ে ২০১২ সালে প্রথমবারের মতো পাকিস্তানের এই নারী নির্মাতা অস্কার জিতেছিলেন। আর এবারে ৮৮তম অস্কারে শারমীন ওবায়েদ চিনয় বাজিমাত করলেন আবারও।

এছাড়া শারমীন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী নারীদের নিয়ে 'জার্নি অব এ থাউজ্যান্ড মাইলস: পিস কিপারস' নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন।

শারমীন ওবায়েদ চিনয় তার 'এ গার্ল ইন দ্য রিভার'- এ ১৮ বছর বয়সী একটি মেয়ের অনার কিলিং থেকে লড়াইয়ের বাস্তব জীবন চিত্র ফুটে তুলেছেন।

চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শারমীন ওবায়েদ চিনয়ের এই তথ্যচিত্র দেখে অর্নার কিলিং আইনে পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন।

এক দিনে দুই ভারতীয় ছবি মুক্তিতে সমালোচনা

যেখানে প্রতি সপ্তাহে একটি ছবি মুক্তি দিয়েই ব্যবসা করতে পারছে না দেশীয় সিনেমা হলগুলো; সেখানে দেশের একটি ছবিসহ কলকাতার আরও দুটি ছবি মুক্তি দেয়া হয়েছে চলতি সপ্তাহে। বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না ঢাকাই সিনেমার কর্মীরা।

যৌথ প্রযোজনার নামে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতারণার বিষয়ে এমনিতেই সমালোচনা ফুঁসে উঠছে চিত্রাঙ্গনসহ সারা দেশে। এরই মধ্যে এক সপ্তাহে ভারতীয় দুই ছবি মুক্তি দেয়াকে কেন্দ্র করে বিতর্ক নতুনভাবে মোড় নিতে শুরু করেছে।

এ সপ্তাহে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষে’র পাশাপাশি মুক্তি পেয়েছে ভারতীয় দুই ছবি ‘বেলা শেষে’ও ‘বেপরোয়া’।

এক সপ্তাহে ভারতীয় দুই ছবি মুক্তি দেয়ার বিষয়টি দেশের ইন্ডাস্ট্রির জন্য কালো অধ্যায় বলেই জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সমিতির নিষ্ক্রিয়তার কারণেই এমনটি হচ্ছে। ফলে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির চাটুকার কিছু মানুষ আমাদের দেশকে ভারতীয় সিনেমার বাজার বানানোর পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে।’

এছাড়াও বিষয়টির প্রতি সরকার যদি দৃষ্টিপাত না করে তাহলে আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বলেও তিনি মনে করেন। এক দিনে দুই ভারতীয় ছবির মুক্তি কোনোভাবে মেনে নিতে পারছেন না চলচ্চিত্রের আরেক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র প্রযোজনা শিল্পী সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বাজারে ভারতীয় চলচ্চিত্রের এভাবে অবাধ বিচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। এতে আমাদের ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়বে। যারা বিষয়টির পক্ষে কাজ করতে চাইছেন, তারা শুধু ব্যবসার দিকটিই বিবেচনা আনছেন। আমাদের শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই ভাবছেন না।’

ছাত্রীকে চুমু দেয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে গালে চুমু দেয়ার ঘটনায় প্রধান শিক্ষক আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ওই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ইস্যুকৃত প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

এই নির্দেশ গত ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়া চিঠিতে সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহেদুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরেজমিনে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হক গত বৃহস্পতিবার ৫ম শ্রেণির এক ছাত্রীর গালে ক্লাসের ভেতরে শিক্ষার্থীদের সামনে চুমু দেন। ওই ঘটনা প্রকাশ হয়ে পড়লে অভিভাবক ও গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত শনিবার বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যালয়ে এসে ভাংচুর চালায় এবং অফিস ও ক্লাশ রুমে তালা লাগিয়ে দেয় অভিভাবকরা। এছাড়া ওই প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবি জানায় তারা। 

অপরাজেয় বার্সা’র আরো একটি জয়

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ গত অক্টোবরের ৩ তারিখ সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই একই ব্যবধানে ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি লা লিগার পয়েন্ট টেবিলেও এগিয়ে গেল।
 
২৬ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৬৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো সমান ম্যাচ খেলে আট পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ব্যবধানটি ১২। লিওনেল মেসির নৈপুণ্যে সেভিয়ার বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে লা লিগায় শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। লিগের প্রথম পর্বে যে ব্যবধানে হেরেছিল সেই ২-১ গোলেই এবার জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। রোববার ক্যাম্প ন্যুতে ভিতোলোর গোলে প্রথমে পিছিয়ে পড়ার পর মেসির ফ্রি-কিকে সমতায় ফেরে বার্সেলোনা। পরে জেরার্দ পিকের গোলে জয় নিশ্চিত হয় তাদের। গোল.কম।

পাকিস্তানকে ১৩০ রানের টার্গেট দিল আমিরাত

এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে ১৩০ রানের টার্গেট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে এই লক্ষ্য দিয়েছে আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন শাইমান আনওয়ার। ৪২ বলের এই ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।
এরপর মুহাম্মদ উসমান এর ২১ এবং অধিনায়ক আমজাদ জাভেদের অপরাজিত  ২৭ রানের কল্যানে এই পুঁজি পায় আমিরাত।
তবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে রুহান মুস্তাফাকে (১) হারায় আমিরাত। মোহাম্মদ সামির বলে শাহিদ আফ্রিদির কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে আমিরাতের ব্যাটসম্যান মাহমুদ কলিম এর অফস্ট্যাম্প গুড়িয়ে দেন মোহাম্মদ আমির। কলিমও ১ রানের বেশি করতে পারেননি।
ব্যক্তিগত ৫ রানে মোহাম্মদ শাহজাদকে ফেরান মোহাম্মদ ইরফান। উইকেট রক্ষক সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

১৫ মার্চের মধ্যে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য চায় ডিএমপি

রাজধানীতে বসবাসরত সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াকে নির্দিষ্ট ফরম পূরণ করে আগামী ১৫ মার্চের মধ্যে বিস্তারিত তথ্য দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
 
আছাদুজ্জামান মিয়া বলেন, নগরবাসীর নিরাপত্তা বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
তিনি বলেন, প্রতিটি এলাকায় বিট পুলিশিংয়ে মাধ্যমে বাড়িওয়ালাদের একটি ফরম দেয়া হয়েছে। বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাইকে এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ফরমটি পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনিশ্চিত মুস্তাফিজ, দলে ফিরতে পারেন তামিম

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তবে এই সময়ই বাংলাদেশ শুনলো এক দুঃসংবাদ। ইনজুরির শিকার মুস্তাফিজ ছিটকে পড়তে পারেন টুর্নামেন্ট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচেই চোট পান বাংলাদেশের এই নতুন পেস সেনসেশন।
 
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কোনো উইকেট না পেলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষেও দুর্দান্ত। এবার ১৯ রানে ১ উইকেট।
 
কিন্তু ম্যাচের পরই সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ।পরীক্ষা-নিরীক্ষার জন্য বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে আছেন মুস্তাফিজ।
 
ধারণা করা হচ্ছে, চোটের কারণে পরশু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচে তরুণ এই পেসারের খেলার সম্ভাবনা নেই। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় মুস্তাফিজকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।
 
এদিকে সোমবার দুপুরেই দেশে ফিরেছেন তামিম ইকবাল। ঢাকায় এসে অনুশীলনেও নেমে পড়েছেন এই ওপেনার। মুস্তাফিজের চোটের কারণে ধারণা করা হচ্ছে তামিম হয়তো দলে ফিরতে পারে। তবে এজন্য এসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। তবে কোনো কিছুই এখনো নিশ্চিত নয়।

খালেদা জিয়া-তারেকের পদে নির্বাচনের তফসিল ঘোষণা

বিএনপির ‘চেয়ারপারসন’ ও ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ পদে ভোটের তফসিল ঘোষণা করেছে দলটি। আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিলের দিন এই দুই পদে ভোট গ্রহণ হবে। সোমবার দলের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই তফসিল ঘোষণা করেন।
 
জমির উদ্দিন সরকার বলেছেন, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারপাসন পদে নির্বাচনের জন্য ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। জমা দেওয়া যাবে ৪ মার্চ পর্যন্ত। ৫ মার্চ বাছাই হবে এবং ৬ মার্চ পর্যন্ত মনেনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
 
তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
 
জমির উদ্দিন সরকার বলেন, শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নিজে কিংবা লিখিতভাবে মনোনীত এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে, জমা দিতে বা প্রত্যাহার করতে পারবেন। ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।
 
বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হতে বয়স অন্তত ৩০ বছর হবে হবে ও  তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।

সংসদের বিধি ভেঙেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: রুলিংয়ে স্পিকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদের কার্যপ্রণালী বিধি ভেঙেছে উল্লেখ করে সব মন্ত্রণালয়কে এমপিদের প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে যত্নবান হতে নির্দেশ দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার সোমবার অধিবেশনের শুরুতে এই রুলিং দেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে পরপর কয়েকটি অধিবেশনে প্রশ্ন করেও জবাব না পাওয়ায় উষ্মা প্রকাশ করে সাবেক তথ্যমন্ত্রী আজাদ স্পিকারের রুলিং দাবি করেছিলেন। রুলিংয়ে স্পিকার সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্ন স্থানান্তরের পুরো ঘটনাটি তুলে ধরেন।
 
স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য গত ১৯/১১/২০১৫ তে প্রশ্নটি করেন। সেইদিন ওই প্রশ্নটি পরবর্তী দিনের জন্য স্থানান্তরিত করা হয়। কিন্তু ওই দিন আসার আগেই অধিবেশন শেষ হয়। মাননীয় সদস্য প্রশ্নটি আবার নতুন করে নবম অধিবেশনে করেন। ২ ফেব্রুয়ারি বইয়ে ছিল। ওই দিন প্রশ্নটি আবারো স্থানান্তরিত হয়। ১৬ ফেব্রুয়ারি ওই প্রশ্নটি আবার নির্ধারিত ছিল। ১৬ ফেব্রুয়ারি প্রশ্নটির হয় উত্তর প্রদান আবশ্যক ছিল অথবা মন্ত্রণালয় কর্তৃক তা স্থানান্তিত করার অনুরোধ করার প্রয়োজন ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কোনোটি করা হয়নি। উত্তরও প্রদান করা হয়নি, পরবর্তী দিনে স্থানান্তরিত করার অনুরোধও করা হয়নি। উত্তর প্রদান না করা বা পরবর্তী দিনে স্থানান্তরিত করার অনুরোধ না করা কার্যপ্রণালী বিধির ব্যত্যয়।’
 
কার্যপ্রণালী বিধির ৫২ ধারায় বলা আছে, যে কোনো দিনে উত্তরদানের জন্য তালিকাভুক্ত কোনো প্রশ্ন যদি ওই দিনের প্রশ্নের উত্তরদানের জন্য ডাকা না হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী বা যে সদস্যকে প্রশ্নটি করা হয়েছে, সেই সদস্য কর্তৃক ইতোপূর্বে সরবরাহকৃত উত্তরটি প্রশ্নকালের শেষে সংশ্লিষ্ট মন্ত্রী বা সদস্য কর্তৃক টেবিলে উপস্থাপিত হয়েছে বলে গণ্য হবে এবং অনুরূপ কোনো প্রশ্নের জন্য মৌখিক উত্তরের প্রয়োজন হবে না। কিংবা তত্সম্পর্কের কোনো সম্পূরক প্রশ্ন করা যাবে না: তবে শর্ত থাকে যে, মন্ত্রী যদি ওই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত না থাকেন, তাহলে তার অনুরোধক্রমে প্রশ্নটি ওই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ পরবর্তী দিনে উত্তরদানের জন্য তালিকাভুক্ত হবে।
 
স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রীগণ যদি কোনো প্রশ্নের উত্তর তাত্ক্ষণিকভাবে দেয়ার তার কাছে তথ্য না থাকে বা উত্তর দিতে প্রস্তুত না থাকে তাহলে কার্যপ্রণালী বিধির ৫২ বিধি অনুযায়ী পরবর্তী দিনে উত্তর প্রদানের জন্য রাখতে পারেন। কাজেই কার্যপ্রণালী বিধির ৫২ বিধি অনুযায়ী সকল মন্ত্রণালয়কে কার্যপ্রণালী বিধি অনুসরণ পূর্বক প্রশ্নোত্তর প্রদানে অধিক যত্নবান ও মনোযোগী হওয়ার নির্দেশ দেয়া যাচ্ছে।’
 
নবম জাতীয় সংসদেও সবচেয়ে বেশি প্রশ্ন স্থানান্তর করেছিলেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নগুলোর বেশির ভাগই ছিল হত্যা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা বিষয়ক।
খবর বিডিনিউজের।

Sunday, February 28, 2016

ছেলের বাবা হলেন তামিম

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। রোববার সকালে ব্যাংককের একটি হাসপাতালে জন্মগ্রহণ করে তামিম-আয়েশা দম্পতির প্রথম সন্তান।

দুপুরে তামিম ইকবাল তার ফেসবুক পেজে এ খবর দেন। সন্তান এবং স্ত্রী আয়েশা ভালো আছেন বলে জানিয়েছেন তামিম।

ফেসবুকে তামিম লিখেছেন, 'মহান আল্লাহর অশেষ রহমতে আজ সকালে আমাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। চিকিৎসকরা তাকে (ছেলেকে) ২৪ ঘণ্টা নিবীড় পর্যবেক্ষণে রেখেছেন। সন্তান এবং স্ত্রী উভয়েই ভালো রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

স্ত্রীর পাশে থাকতে তামিম এখন ব্যাংককে রয়েছেন। এশিয়া কাপেও খেলছেন না তিনি। পিতৃত্ব লাভের সুখময় সময় সহধর্মিণীর সঙ্গে ভাগাভাগি করে নিতে বাংলাদেশের ড্যাশিং ওপেনার আপাতত ক্রিকেট-উইকেটের মোহ থেকে মুক্ত।

তামিম ইকবালের ফেসবুক স্ট্যাটাসএর আগে তামিমের উপচেপড়া ভালোবাসা প্রকাশ্যে নিয়ে আসতে তার ‘বিবি’ আয়েশা ফেসবুকে বার্তা দিয়েছেন। মাতৃত্বলাভের প্রাক্কালে আয়েশা লিখেছিলেন, তামিম ইকবাল, বাংলাদেশ ও পৃথিবীর বেশিরভাগ অংশের মানুষ তাকে চেনে তার ক্রিকেট প্রতিভার জন্য। তার দারুণ সব ইনিংসের জন্য। নায়কোচিত স্কোরের জন্য। এর বাইরেও এই মানুষটার এমন কিছু গুণ আছে, যা সবার জানা। তিনি শুধু দারুণ একজন স্বামীই নন, খুবই নরম মনের মানুষ।

বলা যায়, আমাদের পরিবারের মেরুদণ্ড, সবার জন্য ওর ভালোবাসা আর ত্যাগ দেখে প্রায়ই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কেউ যদি তার সাহায্য ও উপদেশের জন্য অপেক্ষা করে, তাহলে তিনি কখনোই নিরাশ হবেন না। আমি প্রতিদিন তার সঙ্গে থাকি আর অবাক হয়ে দেখি কীভাবে ও এত-শত কাজ এতটা যত্ন নিয়ে করে। একজন মায়ের জন্য ও সেরা সন্তান, সেরা বন্ধু, সেরা স্বামী আর ইনশাআল্লাহ সন্তানের সেরা বাবা হবে। আশা করি, তুমি কখনও বদলে যাবে না। আল্লাহ সব সময় তোমার পাশে থাকুক আর পৃথিবীর সবটুকু সুখ তুমি পাও। অনেক ধন্যবাদ জীবনের এই কঠিন নয়টি মাস পাশে থাকার জন্য। তোমাকে ভালোবাসি।

উল্লেখ্য, স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছর প্রেম করে ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিম-আয়েশা।

টেনেহিঁচড়ে চলন্ত গাড়িতে তুলে গণধর্ষণ!

আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণ। আবারও ঘটনাস্থল দিল্লি। কিন্তু এবার আগের চেয়েও বেপরোয়া ধর্ষকরা।

একটু নির্জন পথে মহিলাকে হাঁটতে দেখেই তাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে দেয়া হয়। গাড়ি থেকে নেমে গিয়ে একজন টেনেহিঁচড়ে গাড়িতে তোলে মহিলাকে। তার পর চলন্ত গাড়িতে তাকে চারজন পালাক্রমে ধর্ষণ করে।

শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ বিহার এলাকার একটি শপিং মলের কাছ থেকে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। রাতের খাবার কেনার জন্য ওই মলের কাছেই একটি রেস্তোঁরায় যাচ্ছিলেন মহিলা।

তিনি জানান, হঠাৎই একটি গাড়ি এসে থামে তার সামনে। আচমকা গাড়ি থামতে দেখেই তিনি বিপদ আঁচ করেন। দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু একজন গাড়ি থেকে নেমে এসে টেনেহিঁচড়ে তাকে গাড়িতে তোলে। তার পর গাড়ি চলতে শুরু করে। গাড়ির চার আরোহী পর পর তাকে ধর্ষণ করে।

ওই মহিলার অভিযোগ, বাধা দেয়ার চেষ্টা করায় তাকে মারধর করা হয়। চার আরোহী মিলে ধর্ষণের পর মধু বিহার এলাকার একটি নির্জন মোড়ে গাড়ি থেকে তাকে ফেলে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, যে গাড়িতে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ সেটিকে চিহ্নিত করা গেছে। এক অভিযুক্তকেও চিহ্নিত করা গেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

ভিকটিমের বক্তব্য রেকর্ড করা হলেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

এ যেন ধর্ষকের সমর্থনে ধর্ষিতার আনন্দধ্বনি!

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাংলাদেশী দর্শকদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

খেলায় যেসব বাংলাদেশী পাকিস্তানের সমর্থনে পতাকা ওড়ান, তাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের কি হাত কাঁপে না?

শনিবার রাতে ফেসবুকে দেয়া তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি তুলে দেয়া হলো-
ভালো খেলার জন্য হাততালি দাও ঠিক আছে। আমি তো ভালো খেললে, সে যে দলই খেলুক, সাপোর্ট করি। বাংলাদেশের স্টেডিয়ামে এখন যে ভারত-পাকিস্তানের খেলায় পাকিস্তানের সমর্থনে বাংলাদেশি দর্শকরা আনন্দে চিৎকার করছে, কেন করছে? পাকিস্তান ভালো খেলছে বলে? নাকি ভালো খেলুক বা না খেলুক, দলটি পাকিস্তান বলে? দলটি পাকিস্তান বলে যারা সমর্থন করছে, আমার খুব জানতে ইচ্ছে, তারা কি একাত্তরের মিত্র-দেশকে না করে জেনে বুঝে শত্রু-দেশকে সমর্থন করছে?

খেলার সঙ্গে রাজনীতি মেশানোর কোনও ইচ্ছে আমার নেই। কিন্তু দেশকে সমর্থন করতে গেলে প্রশ্ন ওঠে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক কী রকম। নতুন প্রজন্ম না হয় একাত্তরের যুদ্ধ দেখেনি, কিন্তু শুনেছে বা পড়েছে তো যুদ্ধ সম্পর্কে। এখনও তো অর্ধ শতাব্দিও পার হয়নি তিরিশ লক্ষ মানুষকে খুন করে গেছে ওরা, দু' লক্ষ মেয়েকে ধর্ষণ করে গেছে। জানি পাকিস্তানের সাধারণ মানুষ বা ক্রিকেটাররা খুন বা ধর্ষণ করেনি, করেছে পাকিস্তানি সেনার দল। কিন্তু সাধারণ মানুষ বা ক্রিকেটাররা কি একাত্তরে তাদের দেশের ভূমিকার জন্য লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী? মনে হয় না।

আমার খুব জানতে ইচ্ছে করে,পাকিস্তানকে সমর্থন করতে গেলে, 'পাকিস্তান জিন্দাবাদ' বলতে গেলে, বা পাকিস্তানের পতাকা ওড়াতে গেলে বাংলাদেশের মানুষদের একটুও কি বুক কাঁপে না, কণ্ঠ কাঁপে না, হাত কাঁপে না?

আনন্দ ধ্বনি শুনে আমার মনে হচ্ছিল এক ধর্ষিতা নারী আনন্দ ধ্বনি করছে তার ধর্ষকের সমর্থনে।

ইরানে একই গ্রামে সব পুরুষের মৃত্যুদণ্ড!

ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিনদোখত মোলাভারদি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরিবারের দেখভাল করা সমাজের গুরত্বপূর্ণ দায়িত্ব -এপি
মাদক পাচারের অপরাধে ইরানের দক্ষিণাঞ্চলীয় এক গ্রামের সব প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শুক্রবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘মেহের’কে দেয়া সাক্ষাৎকারে দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিনদোখত মোলাভারদি এমন তথ্য জানিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে একই সময়ে তা বাস্তবায়ন করা হয়েছে; নাকি ধীরে ধীরে সবাইকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। ঠিক কোন জায়গায় দণ্ড কার্যকর করা হয়েছে তাও জানানো হয়নি। খবর দ্য গার্ডিয়ানের।

শাহিনদোখত বলেন, ‘সিসতান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামের প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রতিশোধ নিতে এবং সংসার চালাতে তাদের সন্তানরাও মাদক ব্যবসায়ী হয়ে উঠতে পারে বলে তাদের সরকারিভাবে সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান শাহিনদোখত। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আমরা যদি এসব লোককে সহায়তা না দিই তবে তারা অপরাধে জড়িয়ে পড়বে।

২৮ বছর পর শুনানিতে রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জের মামলা

দীর্ঘ ২৮ বছর শুনানিতে এলো রাষ্ট্র ধর্ম ইসলামকে সংবিধানে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে আনীত রিট মামলাটি। এই মামলার চূড়ান্ত শুনানির জন্য প্রধান বিচারপতি এসকে সিনহা বৃহত্তর বেঞ্চ গঠন করে দিয়েছেন। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে আজ সোমবার মামলাটির শুনানির জন্য রয়েছে।
 
রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংবিধানে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৮৮ সালে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। এরপর থেকেই আবেদনটি হাইকোর্টে বিচারাধীন ছিল। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ব্যাপক সংশোধনীর আনা হয়। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টি বহাল থাকে। এর  পরিপ্রেক্ষিতে সাংবাদিক ফয়েজ আহমেদ রিটটি শুনানির জন্য হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জুনে রুল জারি করেন। রুলে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে সিনিয়র ১২ আইনজীবীকে অ্যামিকাসকিউরি হিসেবে নিয়োগ দেয়। রুল জারি এবং রিট দায়েরের দীর্ঘদিন পর মামলাটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে উঠল।
 
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের শাসনামলে ১৯৮৮ সালের ৫ জুন চতুর্থ জাতীয় সংসদে অষ্টম সংশোধনী পাস করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনুচ্ছেদ ২-এর পর ২(ক) যুক্ত হয়। ২(ক)-তে বলা হয়, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ তৎকালীন রাষ্ট্রপতি ৯ জুন এতে অনুমোদন দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের আগস্টে  ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির’ পক্ষে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, কবি সুফিয়া কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, বাংলাদেশে নানা ধর্ম বিশ্বাসের মানুষ বাস করে। এটি সংবিধানের মূল স্তম্ভে বলা হয়েছে। এখানে ইসলামকে রাষ্ট্রধর্ম করে অন্যান্য ধর্মকে বাদ দেয়া হয়েছে। এটি বাংলাদেশের অভিন্ন জাতীয় চরিত্রের প্রতি ধ্বংসাত্মক।রিটকারীদের অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন।
 
এদিকে ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন করে। ওই কমিটি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রাখার সুপারিশ করে। পরবর্তীকালে ওই সুপারিশ অনুযায়ী সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বহাল রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন দাখিল করে রিটকারী পক্ষ। আবেদনে বলা হয়, সংবিধানের পঞ্চম, সপ্তম, অষ্টম (আংশিক) ও ত্রয়োদশ সংশোধনী সংসদে অনুমোদিত (পাস) হলেও সুপ্রিম কোর্ট এসব সংশোধনী বাতিল ঘোষণা করেছে। রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতির বিধান সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি। পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র সংবিধানে ফিরে এসেছে। আদি সংবিধানের ১২ অনুচ্ছেদ পূনর্বহাল হয়েছে। এটির সঙ্গে ইসলামকে রাষ্ট্রধর্ম অব্যাহত রাখা হলে তা হবে সাংঘর্ষিক ও পঞ্চম সংশোধনীর মামলার রায়ের পরিপন্থি।
 
রিট আবেদনের ওপর জারিকৃত রুল বিচারাধীন থাকা অবস্থায় গত বছর রিটকারী পক্ষ থেকে বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য আবেদন জানানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রিটের রুলের চূড়ান্ত শুনানির জন্য প্রধান বিচারপতি বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামাল।
 
এ প্রসঙ্গে রিটকারী পক্ষের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক ইত্তেফাককে বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়ে দুটি রুল শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছে। আজ ওই বেঞ্চে রুলের চূড়ান্ত শুনানির জন্য আবেদনটি অন্তর্ভুক্ত রয়েছে।

কোথায় করবো কাউন্সিল?' প্রশ্ন রিজভীর

সরকার বিএনপিকে কাউন্সিল করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ভেন্যু হিসেবে আবেদনকৃত তিনটি স্থানের কোনোটিতেই যদি সরকার অনুমতি না দেয় তবে কোথায় করবো কাউন্সিল? তাহলে কি আমাদেরকে বুড়িগঙ্গা নদীর ওপর অথবা কোনো স্কুলের প্রাঙ্গণে অনুমতি দেয়া হবে?
 
 
রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কেরানীগঞ্জ দক্ষিণ শাখা যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মামলা প্রত্যাহারসহ তার বাড়িতে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
ক্ষোভের সঙ্গে রিজভী বলেন, নদী-নালা, খাল-বিল সবকিছু তো যুবলীগ-ছাত্রলীগ দখল করে আছে। এই কারণেই কি আপনারা বিএনপির কাউন্সিল করার জায়গা দিতে পারছেন না? আমরা বারবার অনুরোধ করেছি স্থানের কী হল? এ স্থান তো আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি নয়। এই স্থান কোনো না কোনো প্রতিষ্ঠানের, তাদের জায়গা তারা দেবে। ১৯ মার্চই বিএনপি জাতীয় কাউন্সিল হবে।
 
প্রসঙ্গত, আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। গত ২৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলের তারিখ ঠিক করা হয়। ওই বৈঠকেই কাউন্সিলের ভেন্যু হিসেবে তিনটি স্থানকে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) নির্বাচন করা হয়।
 
বৈঠকের পর পরই কাউন্সিলের ভেন্যু হিসেবে ওই তিনটি স্থানের অনুমতি চেয়ে ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি। কিন্তু কাউন্সিলের মাত্র ২০ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত কোনোটির ব্যাপারেই সরকারি অনুমতি পায়নি দলটি।

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় না: নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না। জনগণের মন জয় করে ক্ষমতায় আসতে চায়। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।
 
রবিবার মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউটে স্ক্যানো ও এনআইসিইউ এবং কম্পিটেন্সি বেইজড ট্রেনিং ইন নিউট্রিশনের টিওটি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
 
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক নাজনীন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, কখনো জোর করে ক্ষমতায় আসেনি, জোর করে ক্ষমতায় থাকতে চায় না। উন্নয়নের অগ্রগতি দেখে মানুষ খুশি হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যসহ সেবা খাতের অগ্রগতির সিংহভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ দেশের চিকিত্সা সেবার যথেষ্ট অগ্রগতি এবং চিকিৎসকরা সুনাম অর্জন করেছেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নবজাতক শিশু ও প্রসূতি মায়ের মৃত্যু হার অনেকটা কমে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এ সরকারের আমলে ৬ হাজার চিকিত্সক গ্রামে নিয়োগ দিয়ে পল্লীর চিকিত্সা মানের আমূল পরিবর্তন হয়েছে, গ্রামেও মা ও শিশু মৃত্যুর হার কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিদ্যুৎ খাতে, পদ্মা সেতু ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে নাসিম বলেন, সরকার ২০১৯ সালের মধ্য পদ্মা সেতুর কাজ সম্পন্ন করবে।
 
এর মধ্য দিয়ে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে এবং মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে মন্ত্রী নব জাতক বিশেষ সেবা ইউনিট পরিদর্শন করেন। সূত্র: বাসস

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়: ১২০৯ স্কুলকে নোটিশ

এসএসসির ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করায় এক হাজার ২০৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে সরকার। আগামী ২৫ মার্চের মধ্যে এসব প্রতিষ্ঠানকে নোটিশের জবাব দিতে হবে।
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার এক সংবাদ সম্মেলনে  বলেন, জবাব পাওয়ার পর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৩ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ নিয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে ৮০৩টি শিক্ষা অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। ৯৯৯টি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বাড়তি টাকা নেয়নি। ১২০৯টি শিক্ষা প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।
 
শিক্ষামন্ত্রী আরো বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান বেতন-ফি বাবদ অতিরিক্ত টাকা নিয়েছে সেগুলোর তালিকা পাওয়া গেছে। সরকারের আরেকটি এজেন্সি এ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হয়েছে।

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো বাংলাদেশ। রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান জায়ান্টদের ২৩ রানে হারায় টাইগাররা।
রবিবার টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০ রানেই উইকেট হারায় শ্রীলঙ্কা। সাকিব-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১২৪ রানেই থামে রানের চাকা।
২০ রানের মধ্যেই শ্রীলঙ্কার প্রথম উইকেট পড়লেও দ্বিতীয় উইকেটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। সাকিব আল হাসানের বলে আউট হন শ্রীলঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান। ব্যক্তিগত ১২ রানে সাকিবের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন তিনি।

এরপর দলীয় ৭৬ রানের সময় ওপেনার চন্ডিমালকে সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরের ওভারেই থিয়ানে জয়সুরিয়ার উইকেট নেন সাকিব।ম্যাচের ১৫ তম ওভারে আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। দলীয় ৯২ রানে সাজঘরে পাঠান সিরিওয়ার্দানাকে। এরপর ইনিংসের শেষ ওভারে আল-আমিন আরও দুই উইকেট নেন। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সাব্বির রহমানের ৮০ ও সাকিব আল হাসানের ৩২ রানের উপর ভর করে ২০ ওভার শেষে এই রান করে বাংলাদেশ। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২১ রান।

সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি সাব্বির রহমান। ৫৪ বলে ৮০ রান করে থামে তার রানের চাকা। মূলত তার অর্ধশতকে ম্যাচে ফিরে বাংলাদেশ।রবিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ২ রানের মাথায় ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেসময় কুলাসেকারের এক ওভারে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে কিছুটা চাপমুক্ত করেন সাব্বির। ওই এক ওভারেই ১৮ রান করে বাংলাদেশ। কিন্তু পরের ওভারেই রান আউটের শিকার হন মুশফিকুর রহিম।

তবে সাকিবকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সাব্বির। ১০টি চার ও তিন ছক্কায় করেন ৮০ রান। পরে চামিরার বলে জয়সুরিয়ার হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর কিছুক্ষন পরেই আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চামিরার বলে আউট হন তিনিও। ৩৪ বলে করেন ৩৪ রান।

এর আগে দলীয় দুই রানের মাথায় প্যাভিলিযনে ফিরে বাংলাদেশের দুই ওপেনার। কোনো রান না করেই আউট হন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন। পরের ওভারেই কুলাসেকারার বলে ম্যাথিউসের তালুবন্দী হন সৌম্য।

এর আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।

Saturday, February 27, 2016

ফিলিপাইনে ফেরি দুর্ঘটনায় নিহত ৩


ফিলিপাইনে ছোট ফেরি ডুবির ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশ এ খবর জানায়।
 
প্রধান পুলিশ পরিদর্শক জুয়ান বায়রন লিওগো জানান, লেডি আইমি নামের ফেরিটি ম্যানিলা থেকে ১১৭ কিলোমিটার দূরবর্তী উপকূলীয় শহর গুমাকা থেকে আলাবাত দ্বীপে যাওয়ার পথে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে সমুদ্র তীর থেকে মাত্র ২০০ মিটার দূরে ডুবে যায়।
 
শহরের পুলিশ প্রধান লিওগো জানান, এ সময় সমুদ্র তীরে অবস্থানরত জেলেরা ৬০ যাত্রী ও ৪ চালককে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ৩ যাত্রী মারা যায়। তিনি বলেন, 'আকস্মিক উঁচু ও প্রবল ঢেউ এবং অতিরিক্ত যাত্রী এ দুর্ঘটনার কারণ।' তিনি জানান, ফেরিটির ধারণক্ষমতা সর্বাধিক ৫০ জনের কম।
 
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, ঢেউয়ে ফেরিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার কথা বিবেচনা করছে বলেও জানায় পুলিশ। ইয়াহু নিউজ।

টাইম স্কয়ারে ৬৫ বছরের বর ১২ বছরের বধূ!

বাল্য বিবাহ নিয়ে নিউইয়র্কের সাধারণ মানুষের মনের কথা জানতে ইউটিউব তারকা কবি পার্সিন একটি ব্যতিক্রমী ব্যবস্থা করেছিলেন। এর জন্য তিনি ৬৫ বছরের একজনকে বর ও ১২ বছরের একটি মেয়েকে বউ সাজিয়ে নগরের টাইম স্কয়ারে নিয়ে যান। আর এতে প্রত্যাশিতভাবেই হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় মানুষের মধ্যে।
 
ঘটনাটি এমনভাবে সাজানো হয় যে, প্রৌঢ় স্বামীটি পার্সিনকে ফটোগ্রাফার সাজিয়ে ছবি তোলানোর জন্য তোড়জোড় করছেন। এসময় তাদের পাশ দিয়ে যাওয়া লোকজনের প্রতিক্রিয়া গোপন ক্যামেরায় ধারণ করা হয়।
ভিডিওতে কিছু মানুষের চেহারায় তীব্র হতাশার ছাপ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে এক নারীকে চোখ মুছতেও দেখা যায়। এর এক পর্যায়ে সেখানে থাকা লোকজন আর চুপ থাকতে পারেননি। এক নারী বালিকা বধূকে জিজ্ঞাসা করেন, 'তোমার মা কোথায়?' এসময় প্রৌঢ় বর তাকে বোঝানোর চেষ্টা করেন যে পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। তবে এতে কেউই সন্তুষ্ট হননি। পাল্টা প্রশ্ন করে বসেন, এত অল্প বয়সী একজনের সাথে তুমি কী করছ এখানে? সূত্র: ডেইলি মেইল

পাঁচ বছর পর সিরিয়ায় যুদ্ধ বিরতি শুরু

সিরিয়ায় দীর্ঘ পাঁচ বছর গৃহযুদ্ধ চলার পর রুশ-মার্কিন পরিকল্পনায় ও জাতিসংঘের মধ্যস্থতায় শনিবার থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। খবর বিবিসি'র।
 
সংশ্লিষ্ট পক্ষগুলো এটি মেনে চললে এটাই হবে বিদ্যমান পক্ষগুলোর মধ্যে লড়াইয়ের প্রথম বিরতি।
 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানিয়েছে।
 
সংস্থাটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি এই যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার সরকার ও রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, সারা বিশ্ব বিষয়টি পর্যবেক্ষণ করবে।
 
যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমার আগের দিন অর্থাৎ শুক্রবারেও রাশিয়ান বিমানগুলো সিরিয়ার বিদ্রোহীদের অবস্থানের ওপর জোরদার আক্রমণ চালিয়েছে।
 
ওদিকে সিরিয়ার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসটুরা বলেছেন, যুদ্ধবিরতি মেনে চললে আগামী ৭ই মার্চ থেকে শান্তি আলোচনা আবার শুরু হবে।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates