গত বছর নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ওপর নেমে আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা। অভিবাসী বিরোধী বক্তব্য দিয়ে জনপ্রিয়তা পাওয়া ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এবার সেই নিষেধাজ্ঞার কাতারে যোগ হল ভিসা আবেদন প্রক্রিয়া। ভিসা মূল্যায়ন প্রক্রিয়া আরও কঠোর করতে নতুন প্রশ্ন সম্বলিত যুক্তরাষ্ট্রের ভিসা ফরম স্থায়ী করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
নতুন এই প্রক্রিয়ায় ভিসা আবেদনকারীদের এখন থেকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কিত বিস্তারিত তথ্য, জীবনবৃত্তান্ত এবং ভ্রমণ ইতিহাস সম্পর্কিত তথ্য জানাতে হবে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভিসা নীতির অংশ হিসেবে এ বছর মে মাসে ভিসা আবেদন ফরমে নতুন কিছু প্রশ্ন যোগ করা হয়েছে। নতুন ফরমে আগের সবগুলো পার্সপোর্টের নম্বর, শেষ পাঁচ বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কিত তথ্য (ইমেইল অ্যাড্রেস ও ফোন নম্বরসহ), গত ১৫ বছরের জীবনযাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভ্রমণ ইতিহাস সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “নতুন এই যাচাই-বাছাই প্রক্রিয়ার অর্থ- সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অথবা অন্যান্য কারণে ভিসার পাওয়া অযোগ্য ব্যক্তিদের আবেদন আরও কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।” যদিও নতুন করে যুক্ত হওয়া এই সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ আবেদনকারীদের ক্ষেত্রে তাদের ভিসা পেতে দেরি বা আবেদন বাতিল হয়ে যেতে পারে বলে ফরমে উল্লেখ আছে।
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মুসলিম দেশগুলোর জন্য ভিসা এক প্রকার বন্ধ হয়ে গেছে। এবছর মার্চে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। যদিও কয়েক মাসের আইনী লড়াইয়ের পর জুনে দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের পক্ষে রায় দেয়। কিন্তু তারপরও এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাদেশিদের জন্যও এক প্রকার বন্ধই। এছাড়াও শরনার্থী সমস্যা এবং সাগর পথে অবৈধ অভিবাসী যাওয়ার ফলেও অনেক দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে গিয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে কয়েকটি দেশ। গত দুই মাসে ২৫ হাজারের বেশি ভিসার আবেদন পড়েছে এসব দেশে। এর মধ্যে ৫ হাজারের কম ভিসা ইস্যু করা হয়েছে বলে ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গেছে।
এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন কঠোর করার ঘোষণা বাংলাদেশিসহ সারা বিশ্বের অভিবাসন প্রত্যাশীদের মধ্যে শংঙ্কা তৈরি করেছে। ভিসা আবেদনে যুক্ত হওয়া নতুন প্রশ্নগুলোর উত্তর, ভিসা পেতে সহায়তা করলেও ভোগান্তি বাড়াবে বলে মনে করছেন অভিবাসন প্রত্যাশীরা।
No comments:
Post a Comment