Social Icons

Thursday, August 17, 2017

মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্যে শ্রমবাজার হারাচ্ছে প্রবাসীরা


আর্থিক স্বচ্ছলতা আর উন্নত জীবনে বিভোর হয়ে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পাড়ি দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। পরিবার,সন্তান-সন্ততি আর ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে পাড়ি দেওয়া এসব বেশিরভাগ বাংলাদেশির ভাগ্যেই জুঁটছে নির্যাতন, হয়রানি আর বঞ্চনা। প্রবাসে যাওয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে শ্রমিকদের নির্যাতন,প্রতারণা আর দালালদের দৌরাত্ম্য তৈরী করেছে শ্রমবাজারে মন্দাভাব। শুধু বিদেশে নয়, স্বদেশ এবং বিদেশে কোন না কোন ভাবেই হয়রানির শিকার হচ্ছে এসব অভিবাসী বাংলাদেশি।তবে এসব হয়রানির আর বঞ্চনার বেশিরভাগ কারণ অনুসন্ধানে দেখা গেছে দালালদের প্ররোচনা আর দৌরাত্ম্য। ‘রিফউজি অ্যান্ড মাইগ্রেশন মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এক গবেষণা জানিয়েছে, প্রবাসী বাঙালিদের ৫২ শতাংশই কোনো না কোনোভাবে হয়রানির শিকার হচ্ছেন।

গবেষণায় আরো বলা হয়, বাংলাদেশিরা বেশিরভাগ বিদেশে যাচ্ছে দালালদের মাধ্যমে অবৈধ পথে। যার কারণে তাদের বিদেশে গিয়ে পড়তে হচ্ছে নানা ধরনের হায়রানির। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিরাও নিজের দেশে সম্মুখীন হচ্ছে নানা হয়রানির।

রামরুর প্রতিষ্ঠাতা পরিচালক তাসনিম সিদ্দিকী বলেন, মধ্যস্থতাকারীর  বা দালালদের মাধ্যমে বিদেশে যাওয়া সাধারণ মানুষের হার শহরের তুলনায় গ্রামে বেশি। যার কারণে গ্রামের বেশিরভাগ জনগন প্রতারণার শিকার হচ্ছে। তিনি আরও বলেন, শহরের মানুষের থেকে গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানানো সম্ভব। তাদের খুব সহজে উন্নত জীবনের আশা দেখানো যায়। আর দালালরা টার্গেট নেয় গ্রামের অধিকাংশ নিম্নবিত্ত পরিবারদের।যারা নিজেদের উন্নত জীবনের আশায় সবসময় স্বপ্ন দেখে। তাই তাদের অতিদ্রুত প্রতারণার ফাঁদে ফেলতে পারছে দালালরা। তবে দালালদের প্রতারণার কারণে বিদেশে যোগ্যতা ও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছে না বাংলাদেশিরা বলেও মনে করেন তিনি। আর এর প্রভাব পড়ছে আমাদের রেমিট্যান্সের উপর। রেমিটেন্স বৃদ্ধির জন্য অতিদ্রুত অভিবাসনে দালালি ঠেকাতে আইনের প্রয়োগ ঘটাতে হবে বলেও মনে করেন তাসনিম সিদ্দিকী।

রামরুর প্রতিবেদনে বলা হয়, অভিবাসনে ইচ্ছুক পরিবারের ৫১ শতাংশ কোনো না কোনোভাবে  প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন। এদের ১৯ শতাংশ বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে ব্যর্থ হয়েছেন। বাকি ৩২ শতাংশ বিদেশে থাকা অবস্থায় প্রতারিত হয়েছেন বলে প্রতিবেদনে উঠে আসে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, অভিবাসীরা যে ধরনের নির্যাতনের কথা জানিয়েছেন তার মধ্যে রয়েছে- ৭ শতাংশ ১ বছরের নিচে কারাগারে কাটিয়েছেন, ৬ শতাংশ চাঁদাবাজি ও ব্লাকমেইলের শিকার হয়েছেন, ১০ শতাংশ পুলিশি জটিলতায় ভুগেছেন, ১৪ শতাংশ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, ১২ শতাংশ মরুভূমি, জঙ্গল ও দুর্গম দ্বীপে অমানবিক জীবনযাপন করেছেন ও ১০ শতাংশ বেতন না পাওয়া বা অনিয়মিত বেতন প্রাপ্তির সমস্যায় পড়েছেন। তবে সার্বিকভাবে ৫২ শতাংশ প্রবাসী বিদেশে খাদ্য ও বাসস্থানের সমস্যায় পড়েছেন।

ডিবেট ফর ডেমো্ক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরি কিরন বলেন, অভিবাসনের ক্ষেত্রে এজেন্ট বা দালালদের দৌরাত্মে অনেক নিরীহ মানুষ সমস্যায় পড়ে। তিনি বলেন, আমাদের দেশীয় এজেন্টদের থেকে বিদেশে যে সব বাংলাদেশি এজেন্ট রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ বিদেশে এজেন্টদের দৌরাত্মে দেশীয় এজেন্ট বা দালালরা বিভিন্নভাবে প্রবাসীদের হয়রানি করছে। তিনি আরও বলেন আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে আমাদের শ্রমবাজার অনেক শক্তিশালী। কিন্তু দালালদের কারণে আমাদের শ্রমবাজারটা কলুষিত হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত দালালদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে যেতে হবে। তাহলে আমাদের শ্রমবাজার অনেক অংশে দালাল মু্ক্ত করা সম্ভব। একই সাথে প্রবাসীরা বিভিন্ন ধরনের হয়রানির থেকে মুক্ত হতে পারবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates