Monday, February 1, 2016
'ভাষাসহ সব অর্জন বাঙালি ত্যাগের বিনিময়েই করেছে'
ভাষাসহ সব অর্জন বাঙালি ত্যাগের বিনিময়েই করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের প্রেরণার উৎস। একুশ আমাদের প্রতিবাদের ভাষা শেখায় ও দাবি আদায়ের শক্তি যোগায়। প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি সেই জায়গা যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালে বাংলা একাডেমির লাইব্রেরিটা আমার অত্যন্ত প্রিয় ছিল। এখানে আমি এবং আমার বন্ধু বেবী মওদুদ, সে আজ নেই, একসঙ্গে আসতাম আড্ডা দিতাম। কবে মুক্ত হয়ে ঘুরে বেড়াতে পারব এ মেলায় সেই আশায় আছি। শেখ হাসিনা বলেন, আমার সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ শুরু করেছিল। কিন্তু ২০০১ সালে আমরা সরকার গঠন করতে না পারায় বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমায় এসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের কাজ বন্ধ করে দেয়। ২০০৮ সালে ক্ষমতায় এসে আমরা আবার সেই কাজ শুরু করি। এই ইনস্টিটিউট এখন ইউনেস্কোর ক্যাটাগরি-২ মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষা চর্চা ও প্রতিষ্ঠায় বাংলা একাডেমির অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলা একাডেমি আমাদের ভাষাটাকে উন্নত করতে অনেক সুযোগ করে দিচ্ছে। অমর একুশে গ্রন্থমেলা তার যাত্রা শুরু তিন দশক পেরিয়ে পৃথিবীব্যাপী স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি বাংলা একাডেমি দৃষ্টিপ্রতিবন্দী ভাই-বোনদের জন্য একটি ব্রেইল প্রকাশনা করেছে। এই উদ্যোগ দৃষ্টিপ্রতিবন্দীদের মনে আলো যোগাবে। খুব শিগগিরই 'বিষাদ সিন্ধু'র ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment