বিচার বিভাগ নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্যের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে আপিল বিভাগ। আগামী সোমবার তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
উল্লেখ্য, সিলেটে বিএনপির একটি কাউন্সিল সভায় বিচার বিভাগ নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন মির্জা ফখরুল।
আজ পৃথক তিনটি নাশকতার মামলায় ফখরুলের জামিনের বিষয়ে শুনানি কালে আদালত বলেন, বিচার বিভাগকে নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্য দেয়া ঠিক নয়। রাজনীতিবিদদের এ বিষয়ে দায়িত্বশীল হওয়া উচিত।
পল্টন থানার ওই তিন নাশকতার মামলায় তাকে তিন মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। জামিনের এই সময় সীমা বেঁধে দেয়ার বিষয়ে আপিল বিভাগে আবেদন করেন ফখরুল। আজ এ বিষয়ে শুনানি শেষে আগামী সোমবার আদেশের জন্য দিন ধার্য করে দিয়েছে আপিল বিভাগ।
No comments:
Post a Comment