ব্রাজিলে মাইগ্রেশন নতুন আইনে অভিবাসীরা ওয়ার্ক পারমিট পাবে খুব সহজেই ।সেই সাথে ব্যাংক একাউন্ড করতে এখন আর কোন সমস্যা হবে না । ১৯৮০ আইনে অনেক নিয়ম পরিবর্তন করা হয়েছে। মানবাধিকার পররাষ্ট্র নীতি প্রোগ্রামের সমন্বয়ক কামিলা আসানু বলেন - নতুন এই আইনে ব্রাজিলে অভিবাসীর সংখ্যা বাড়বে । সাও পাওল তে একটি মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি ।
অন্য দিকে এই আইনে এখন থেকে অভিবাসীদের রাজনৈতিক মত প্রকাশের অধিকার থাকবে ।
যেটা আগের আইনে ছিল না । এখন থেকে অভিবাসীরা যে কোণ রাজনৈতিক সভায় যোগদান এবং ট্রেড ইউনিয়নগুলিতে যোগদান করতে পারবেন ।
তিনি এও স্বীকার করেন যে এখন থেকেই অভিবাসীদেরা ব্রাজিলিয়ানদের মত অধিকার পাবেন ।
সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি মাইকেল টেমার জাতীয় কংগ্রেসের অনুমোদনপ্রাপ্ত আইন অনুসারে ২১ টি বিষয় এর উপর সংসদে ভেটূ পরে । তারপর অবশ্য সেই আইন সর্ব সম্মতি ক্রমে ব্রাজিলের রাষ্ট্রপতি মাইকেল টেমার সাইন করেন। রাষ্ট্রপতির অনুমতির পর এই আইনটি ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে ।


No comments:
Post a Comment