Social Icons

Tuesday, August 15, 2017

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার সময় কাটছে কুরিচিবা কারাগারে ।


দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক প্রেসিডেন্ট লুলাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের আদালত ৷ রায়ের বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবেন এবং আপিলে জয় হলে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়েও নামতে পারবেন লুলা ৷

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুইস ইনাসিও লুলা ডা সিলভা ৷ ব্রাজিলের সংবিধান অনুযায়ী কেউ টানা দু'মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না ৷ এমন আইনের কারণেই নিজে সরে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টিতে তাঁর প্রিয় অনুসারী দিলমা রুসেফকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা লুলা ৷ তবে গত বছর দিলমা রুসেফকে অভিসংশন করার পর তৃতীয় বারের মতো প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্টিল কারখানার শ্রমিক থেকে দেশনায়ক হওয়া ৭১ বছর বয়সি এই রাজনীতিবিদ ৷ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সেই স্বপ্ন এখন শঙ্কাবিদ্ধ ৷

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেত্রোব্রাসের এক দুর্নীতির কেলেঙ্কারিতে ঘুস হিসেবে একটি অ্যাপার্টমেন্ট গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় লুলার বিরুদ্ধে সম্প্রতি  সাড়ে নয় বছরের কারাদণ্ড ঘোষণা করা হয় ৷ লুলা শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন ৷ তাঁর মতে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মামলা করা হয়েছে ৷ ২০১৮ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে দূরে রাখার জন্যই মামলাটি করা হয়েছে বলে তাঁর ধারণা ৷
প্রেসিডেন্ট থাকা কালে তুমুল জনপ্রিয় ছিলেন লুলা ৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একবার তাঁকে (লুলা) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছিলেন ৷
বর্তমানে লুইস ইনাসিও লুলা ডা সিলভার সময় কাটছে পারানার রাজধানী কুরিচিবার একটি কারাগারে । 


No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates