কলকাতা বিমানবন্দরে স্প্যানিস দুই যাত্রীর ভুলের খেসারত দিতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। গুণতে হচ্ছে দুই লক্ষ রুপি মোটা জরিমানার অঙ্ক। যদিও জরিমানা মওকুফ কিংবা হ্রাসের দাবিতে বিমানের কলকাতা স্টেশন থেকে সংশ্লিষ্ট সব জায়গাতে চিঠি চলছে। কিন্তু ঘটনার একমাস অতিক্রান্ত হলেও এই জরিমানা হ্রাস কিংবা প্রত্যাহারের কোনো সংকেত পৌঁছায়নি বিমানের কলকাতা স্টেশন ম্যানেজারের টেবিলে। দায়িত্বশীল সূত্র এমন তথ্য জানিয়েছে।
এফআরআরও গোয়েন্দারা পৌঁছে ওই দুই যাত্রীর ভুলের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুই লক্ষ রুপি জরিমানার নোটিশ করে।
জরিমানার ঘটনার সত্যতা এবং যৌক্তিকতা খুঁজতে যোগাযোগ করা হলেও কলকাতার ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সংশ্লিষ্টরা কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এফআরআরও অফিস সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে চলতি বছরে আরও বেশ কয়েক দফায় জরিমানা করা হয়েছে। তবে অতীতের সব জরিমানার রেকর্ড ছাড়িয়েছে এবারের জরিমানা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতার স্টেশন ম্যানেজার ফখরুল ইসলাম টেলিফোনে জানান, “এই ঘটনার পর সংশ্লিষ্ট সবাইকে ইমেইল করে জানানো হয়েছে। এর আগে ছোটখাটো ভুলত্রুটির জন্য এফআরআরও থেকে বিমানকে জরিমানা করা হয়েছে ঠিকই। ওই জরিমানার মধ্যে যুক্তি ছিল। কিন্তু যাত্রীরা ভুল করে তাদের সীমা লঙ্ঘন করবে আর জরিমানা গুণতে হবে বিমান বাংলাদেশকে এমন জরিমানায় কোনো যুক্তি নেই। তাই বিষয়টি উচ্চ পর্যায়েই জানানো হয়েছে।”
কলকাতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসের ওই শীর্ষ কর্মকর্তা বিমানের প্রতি ভারতীয় কর্তৃপক্ষের বিমাতাসূলভ আচরণের অভিযোগও তোলেন।
No comments:
Post a Comment