Social Icons

Saturday, August 12, 2017

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী রাজাকার গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পলাতক আসামি রাজাকার হাফিজ উদ্দিনকে (৬৭) কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শনিবার (১২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বর্শিকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফিজ উদ্দিনের বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল গ্রামে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার হাসান মোস্তফা স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা উপজেলা থেকে রাজাকার হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে ইটনা থেকে কিশেরগঞ্জ র‌্যাব ক্যাম্পে আনা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৩ মে হাফিজ উদ্দিনসহ ৫ রাজাকারকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার রায় ঘোষণার সময় অ্যাডভোকেট শামছুদ্দিন আহমেদ ছাড়া গ্রেপ্তার হওয়া হাফিজ উদ্দিন, এ টি এম নাসির, গাজী আব্দুল মান্নান ও আজাহারুল ইসলাম নামে ৪ আসামি পলাতক ছিলেন। তাদের মধ্যে গাজী আব্দুল মান্নান পলাতক অবস্থায় গত বছরের ১৯ ডিসেম্বরে মারা যান। বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে দুইজন পলাতক রয়েছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates