Social Icons

Wednesday, August 16, 2017

মার্কিন হুমকিতে ভেনিজুয়েলায় সামরিক মহড়ার ডাক


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপের হুমকি দেয়ার পর লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে সামরিক মহড়ার আহ্বান জানিয়েছেন। মাদুরো সোমবার এ আহ্বান জানালেও একই সঙ্গে বলেছেন, তিনি মার্কিন নেতার সঙ্গে আলোচনায় বসতে চান। ভেনিজুয়েলায় সহিংস বিক্ষোভ ও একতরফা নির্বাচনের মুখে ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। সোমবার রাজধানী কারাকাসে এক অনুষ্ঠানে ভাষণে মাদুরো তার সমর্থকদের ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনের’ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের হুমকির পর সৃষ্ট উত্তেজনা প্রশমনের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ভেনিজুয়েলা যাতে স্বৈরতন্ত্রের কবলে না পড়ে সেজন্য শান্তিপূর্ণ সমাধান চান তিনি। কলম্বিয়ায় এক অনুষ্ঠানে পেন্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা স্পষ্ট করে দিয়েছেন, ভেনিজুয়েলা একনায়কতন্ত্রের কবলে পড়লে তিনি নীরব দর্শক হয়ে থাকবেন না। ভেনিজুয়েলা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলে পুরো অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধি বিঘ্নিত হবে।

ভেনিজুয়েলার অর্থনীতি ভেঙে পড়ায় নিজ দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে দেশটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় মার্কিন আগ্রাসের ধুয়া তুলে মাদুরো বলছেন, ওয়াশিংটন তার দেশে সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। মাদুরো বলেন, আমেরিকার সাম্রাজ্যবাদকে রুখতে লাখ লাখ নারী-পুরুষকে প্রতিরক্ষা পরিকল্পনায় শরিক হতে হবে। এজন্য ২৬ ও ২৭ আগস্ট দু’দিনের মহড়ার আয়োজন করা হয়েছে। এতে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকরাও অংশ নেবেন।

সমাবেশে মাদুরোর হাজার হাজার সমর্থক অংশ নেন এবং তারা ট্রাম্পের সম্ভাব্য আগ্রাসনের নিন্দা জানান। গত এপ্রিলে মাদুরোবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হয়েছেন। মাদুরো বলছেন, ট্রাম্পের উপদেষ্টারা ভেনিজুয়েলা পরিস্থিতি সম্পর্কে তাকে বিভ্রান্ত করছেন। আলজাজিরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates