Social Icons

Friday, August 18, 2017

লেবানন প্রবাসীর লাশ নিয়ে বিপাকে পরিবার

টাকার অভাবে লাশ নিয়ে বিপাকে পড়েছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মৃত্যু হওয়া লেবানন প্রবাসী ইউসুফের স্বজনরা। মোহাম্মদ ইউসুফ জামালপুর জেলার গোপালপুর বাজারের আড়িলিয়া গ্রামের মৃত মো. ইসমাইল মিয়ার ছেলে।  তিনি ৩ বছর যাবত লেবানন এসেছেন। এদিকে মোহাম্মদ ইউসুফের মা, ৩ ছেলে এবং স্ত্রী ও ৩ বোন তার মৃত্যুর খবর শুনে ভেঙ্গে পড়েছেন।
মোহাম্মদ ইউসুফের চাচাত ভাই জাহাঙ্গীর জানান, ১৩ই আগস্ট রোববার রাত ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।  এতে তার রান্নাঘরে আগুন লেগে সারা শরীর ঝলসে যায়।  আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে এনে তাকে তাৎক্ষণিক বৈরুতের আশরাফিয়ায়  হাসপাতাল আবু জৌয়দীতে ভর্তি করেন।  অবস্থার অবনতি দেখে তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র আই সি ইউ তে রাখা হয়।  অবশেষে বৃহস্পতিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর আরো জানান, হাসপাতালে বিল হয়েছে সাড়ে চার হাজার (৪৫০০ডলার) আমেরিকান ডলার, যা পরিশোধ করার মত অবস্থা ইউসুফের নেই।  আর লেবাননে ইউসুফের বৈধ কাগজপত্র না থাকায় ইন্স্যুরেন্স থেকেও কোন সাহায্য পাচ্ছে না।  তাই ইউসুফের লাশ নিয়ে বিপাকে রয়েছে তার পরিবার।
এমতাবস্থায় জাহাঙ্গীর বাংলাদেশ সরকার ও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সাহায্য কামনা করছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates