মালয়েশিয়ায় দুই কোটি টাকা মূল্যের মাদকসহ সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে কাস্টমস বিভাগ। গ্রেফতারকৃতেদর মধ্যে ৫ জন বাংলাদেশি রয়েছেন। সেরি কেম্বানগান এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ১৫০ কেজি ওজনের ছয় বস্তা মেটাফেটামাইন মাদক উদ্ধার করা হয়। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।
কাস্টমস বিভাগ জানায়, গোপন খবরের মাধ্যমে মাদকবিরোধী কর্তৃপক্ষ অভিযান চালায়। এ সময় একটি কনটেইনার থেকে বস্তা নামানোর সময় ছয় শ্রমিককে গ্রেফতার করে কাস্টমস বিভাগ। তাদের পাশে দাঁড়িয়ে থাকা একজনকেও গ্রেফতার করে তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গুদামে রাখা সাত শতাধিক বস্তায় মাদক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের রিমান্ডে নেওয়া হবে। তাদের বিরুদ্ধে দেশটির বিপজ্জনক মাদক পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস বিভাগের মহাপরিচালক দাতুক সেরি সুব্রমনিয়াম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মাদকের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে।
সূত্র: দ্য স্টার।


No comments:
Post a Comment