বাংলাদেশ থেকে তিন বছরে ১৫ লাখ কর্মী নিচ্ছে না মালয়েশিয়া। শুক্রবার এক সাংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতো রিচার্ড রায়ট আনাক জায়েম বলেছেন, মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক আনার খবরটি সত্য নয়।
প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের মন্ত্রণালয়ের নিবন্ধন করা শ্রমিকের সংখ্যা, যারা বিশ্বব্যাপী ১৩৯টি দেশে কাজ করতে আগ্রহী। মালয়েশিয়ার স্টার অনলাইনের এক খবরে এ কথা বলা হয়েছে।
মানবসম্পদমন্ত্রী বলেন, বিশ্বের ১৩৯টি দেশে চাকরি খুঁজছে বাংলাদেশিরা। আর এই তালিকার প্রথমদিকে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আমাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী আনা হবে। এছাড়া তার এই সংশোধনী বাংলাদেশ থেকে আসা বা আসতে চাওয়া শ্রমিক ও চাকরিপ্রার্থীদের একটি সঠিক ধারণা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বেসরকারি খাতকে যুক্ত করে দুই দেশের মধ্যে জিটুজি প্লাস এমওইউ স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী রিচার্ড রায়ট আনাক জায়েম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, আগামী তিন বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মীর কর্মসংস্থান হবে মালয়েশিয়ায়।


No comments:
Post a Comment