মনে আছে তো, ফ্রি কিক নেওয়ার সময় বেকহ্যাম কি অদ্ভুত ভাবে বেঁকে গিয়ে বাঁ পায়ের দুরন্ত গতিতে শট নিতেন? এবার ধরুন আপনার ফোনটাও ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’! বা ধরুন, আপনি ফোনে অ্যাংরি বার্ড খেলছেন, স্ক্রিনটা একটু বাঁকিয়ে নিন, সাঁ করে গুলতি থেকে ছুটে গেল রাগি পাখি, ধপধপ করে পড়ে গেল শুয়োরগুলো। আর জোরসে থরথর করে কেঁপে উঠল আপনার ফোনটাই। অবাক হচ্ছেন? এই রকমই একটা স্মার্টফোন কিন্তু তৈরি করে ফেলেছেন কানাডার গবেষকরা।
এই ফোনকে হাতে নিয়ে ইচ্ছা মত বেঁকিয়ে চুরিয়ে নেওয়া যায়। ফোন বাঁকালেই সেন্সর এমনভাবে কাজ করবে যে ডিসপ্লে স্ক্রিন না ছুঁয়েই গেম খেলা যায়, উল্টানো যায় পাতা। কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই নয়া প্রযুক্তি শরীরের স্পর্শের সঙ্গে হাই ডেফিনেশন ফেলক্সিবল স্মার্ট ফোনের নতুন সম্পর্ক তৈরি করেছে। এই ফোনকে বাঁ দিকে বাঁকালে বইয়ের পাতা উল্টানোর মত ফোনের মধ্যেও ডিসপ্লে স্ক্রিন ডান দিক থেকে বাঁ দিকে চলে যায়। ভাইব্রেশনের মাধ্যমে ইউসাররা ডিসপ্লে স্ক্রিনের বদলে যাওয়া অনুভব করতে পারবেন।


No comments:
Post a Comment