রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, গ্রেনেড তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বি-ব্লকের পাঁচতলার একটি ফ্লাটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের এডিসি সানোয়ার হোসেনের নেতৃত্বে এক অভিযানে এসব উদ্ধার করা হয়।
উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ জানান, গোপন সংবাদে শুক্রবার রাত থেকেই ওই বাসায় অভিযান চালানো হচ্ছে। শনিবার অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, গ্রেনেড তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে একটির ওজন তিন থেকে চার কেজি জানিয়ে উপকমিশনার মাসরুকুর রহমান বলেন, অভিযান চলছে।
এর আগে শুক্রবার রাতে বাড্ডা থেকে জঙ্গি সন্দেহে দুইজনকে আটকের পর তাদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের ওই বাসা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বোমা উদ্ধারের পর সেগুলো একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment