সালমান খান, প্রীতি জিনতার পর এবার গুঞ্জন উঠেছে বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভরের বিয়ের খবর নিয়ে। তাও আবার আগামী মার্চেই।
২০১৫-তে একত্রে ‘অ্যালোন’ ছবিতে কাজ করেছেন বিপাশা-করণ। মুম্বাইতে বিভিন্ন পার্টিতে এক সঙ্গে দেখা গেছে তাদের। এমনকি ছুটি কাটাতে দেশের বাইরেও গিয়েছেন তারা। যদিও প্রকাশ্যে নিজেদের ‘ভাল বন্ধু’ বলতেই অভ্যস্ত এই জুটি।
জানা গেছে, এতদিন করণ তার সাবেক স্ত্রী জেনিভার উইনগেটের থেকে ডিভোর্স পাচ্ছিলেন না। সে কারণেই বিপাশার সঙ্গে বিয়েতে দেরি হচ্ছিল। এবার সে বাধা কেটে যাওয়ায় আর দেরি না করে বিয়েটা সেরে ফেলতে চাচ্ছেন দু'জনেই।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment