উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি পঞ্চম মেয়াদে জয়লাভ করেছেন। তবে গৃহবন্দি থাকা এক বিরোধী নেতা এই নির্বাচনকে জালিয়াতি বলে অভিযোগ করে প্রত্যাখ্যান করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনে বিজয়ে মুসেভেনির প্রায় তিন দশকের শাসন ক্ষমতার মেয়াদ বৃদ্ধি পেল।
শনিবার ৭১ বছর বয়সী প্রবীণ প্রেসিডেন্ট ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রধান কিজা বিসিজির চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। কিজা মাত্র ৩৫ শতাংশ ভোট পেয়েছেন।
বেশ কিছু সশস্ত্র পুলিশ কিজার বাড়িটিকে ঘিরে রেখেছে। রাজধানী কাম্পালার সড়কগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র নির্বাচনে ভোট কেনা-বেচাসহ ‘অনিয়মের’ অভিযোগ এনে এর সমালোচনা করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, এই নির্বাচন আন্তর্জাতিক মান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যথেষ্ট অসঙ্গতিপূর্ণ।
নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচন সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা সতর্ক করে বলেছেন, উগান্ডার নির্বাচন কমিশনের স্বচ্ছতার অভাব রয়েছে।
পুলিশ বিরোধী দলের সঙ্গে কঠোর আচরণ করেছে বলে তারা অভিযোগ করেছেন।


No comments:
Post a Comment