Social Icons

Sunday, February 21, 2016

হিলি সীমান্তে ২ বাংলার হাজারো মানুষের মিলন মেলা

ভৌগোলিক সীমারেখা ভুলে ভাষার টানে হিলি সীমান্তের শূন্য রেখায় উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুই বাংলার হাজারো মানুষের পদচারনায় সীমান্তের শূন্য আঙিনা পরিনত হয় মিলন মেলায়।
 
দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং স্থানীয় সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার উদ্যোগে রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়। মঞ্চের পাশে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, পৌরসভা, প্রেসক্লাবসহ পশ্চিমবঙ্গের হিলি ও বালুঘাটের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষেরা। ঢল নামে শত শত মানুষের। ক্ষণিকের জন্য হলেও স্তব্দ হয়ে যায় আন্তর্জাতিক সীমারেখা।
 
এরপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশিদ, সাংবাদিক জাহিদুল ইসলাম।
 
শেষে দুই বাংলার শিল্পীরা সীমান্তের দুই আঙিনায় সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশন করেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates