সপ্তাহ দুয়েক আগেই ভুটানের রাজপরিবারে জন্ম নিয়েছিল শিশু। কিন্তু এতদিন পর্যন্ত কোনো মাধ্যমে তার একক কোনো ছবি প্রকাশ করা হয়নি। অবশেষে রাজা জিগমে খেসার নামগেল নিজেই রাজপুত্রের ছবি তুলে ফেসবুকে দিলেন। তাও আবার নিজের জন্মদিনেই!
১৯ ফেব্রুয়ারি ছবি তোলার সময় তার দুই সপ্তাহ পূর্ণ হয়। নিজেদের করা ফেসবুক পোস্টে রাজা লিখেন, ‘আমরা ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত যে এই বিশেষ বছরটি রাজপরিবারের জন্য একদমই আলাদা। এবছরই পিতা হওয়ার সুযোগ হয়েছে আমার।’
অন্য একটি ছবিতে দেখা যায়, রাজপুত্রকে নিয়ে বেশ হাস্যোজ্বল রাজা-রানী। এর আগের ছবিগুলোর কোনোটিই রাজপুত্রের একার ছিল না। ১০ দিন আগে প্রকাশিত একটি ছবিতে রাজা জিগমে খেসা এবং তার স্ত্রী রানি জেতসুনকে শিশু রাজপুত্রকে কোলে নেয়া অবস্থায় দেখা যায়।
সেই ছবিতে ক্যাপশন ছিল। ‘ভূটানের রাজ পরিবার আজ এক চমৎকার সময় কাটাল। দিনটিকে আর স্মরণীয় করতে রাজপুত্রের প্রথম ছবি প্রকাশ করা হলো।’
No comments:
Post a Comment