Social Icons

Sunday, February 21, 2016

কাশ্মীরে বিদ্রোহীদের ঘিরে রেখেছে ভারতীয় বাহিনী

কাশ্মীরে প্রধান শহর শ্রীনগরের কাছে ভারতীয় সেনাদের ওপর হামলা চালানোর পর বিদ্রোহীদের ঘিরে ফেলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্রে অন্তত দুই বিদ্রোহী আটকা পড়েছেন বলে ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।
 
প্রশিক্ষণ কেন্দ্রের অবরুদ্ধ ভবনটি থেকে প্রায় ১০০ ছাত্র ও কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সেনা ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী। হামলায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিদ্রোহীদের আশ্রয় নেওয়া ভবনটি ঘিরে রাখায় এবং বিদ্রোহীরা ভিতরে অবস্থান করায় দুপক্ষের মধ্যে ‘সশস্ত্র-অচলাবস্থা’ তৈরি হয়েছে।
 
প্রশিক্ষণ কেন্দ্রের ভবনটিতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। শনিবার রাতে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল গুলিবিনিময় হয়। গুলিবিনিময় বন্ধ হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। হামলাকারীদের ‘সন্দেহভাজন ভারত-বিরোধী বিদ্রোহী’ বলে বর্ণনা করেছে পুলিশ। বিদ্রোহীরা সরকার পরিচালিত এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট ইনস্টিটিউটের একটি ভবনে লুকিয়ে আছে বলে জানিয়েছে পুলিশ।
 
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার প্রশিক্ষণ কেন্দ্রটিতে প্রবেশের আগে বিদ্রোহীরা শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী একটি সড়কে গাড়িবহরে থাকা আধাসামরিক বাহিনীর ওপর হামলা চালায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রশিক্ষণ কেন্দ্রের আলোচিত ভবনটির কাছে দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বিদ্রোহীরা ভবনটিতে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা পাঁচজন বন্দুকধারীকে দেখেছেন বলে জানিয়েছেন। ভবনটি থেকে সব বেসামরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates