দীর্ঘ ২৮ বছর পর স্নাতক সনদ সংগ্রহ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লিতে নিজের নতুন ছবি ‘ফ্যান’ ছবির শিরোনাম-সংগীতের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন শাহরুখ। সেখান থেকে হংসরাজ কলেজ কাছেই। কলেজের অধ্যক্ষ এসে তাকে ডিগ্রির কাগজ তুলে দেন। তিনি সই দিয়ে তা গ্রহণ করেন।
ভারতের দিল্লির হংসরাজ কলেজে স্নাতক করেছেন শাহরুখ খান। ১৯৮৫-৮৬ ব্যাচে প্রাক্তন ছাত্র ছিলেন তিনি। বিএ পড়েছেন অর্থনীতিতে। কলেজ ছেড়েছেন ১৯৮৮ সালে।
‘ফ্যান’ ছবিতে শাহরুখ অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। একজন সুপারস্টার আরিয়ান খান্না, অন্যজন তার অন্ধভক্ত গৌরব। এটাই তার কঠিন ছবিগুলোর মধ্যে অন্যতম জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সুপারস্টার হয়ে গৌরবের মতো সাধারণ ভক্তের চরিত্রে অভিনয় করা সহজ ব্যাপার নয়। তবে পরিচালক মনীষ শর্মার পরিস্কার ধারণা ছিলো গৌরব কেমন হবে। তাই আমি তার নির্দেশনা অনুসরণ করেছি। জানি নিজের শতভাগ দিতে পারিনি, কারণ এটা খুব কঠিন কাজ ছিলো।’
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment