এশিয়া কাপের ১৩তম আসরে অংশ নিতে আগামী রোববার বাংলাদেশে আসবে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।
ওইদিন রাত ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ভারতীয়রা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দলটি ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইতোমধ্যে শুরু হয়ে গেছে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচ। যেখানে অংশ নিয়েছে আফগানিস্তান, আরব আমিরাত, হংকং ও ওমান। চারটি দলই বাংলাদেশে চলে এসেছে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে চারটি দলই একে অপরের বিপক্ষে একবার করে মোকাবেলা করবে। বাছাইপর্বের খেলা শেষ হবে ২২ ফেব্রয়ারি।
লিগ পদ্ধতির এ খেলায় সেরা পয়েন্ট অর্জকারী দল মূলপর্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করবে। গত এশিয়া কাপে বাছাইপর্বের বাধা টপকে মূলপর্বে খেলেছিল আফগানিস্তান।
২৪ ফেব্রুয়ারি থেকে মূলপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরে। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
বিসিসিআই থেকে জানানো হয়, টিম ইন্ডিয়া এশিয়া কাপ-২০১৬’তে অংশ নিতে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার ২৩০ নম্বর ফ্লাইটে চড়ে ঢাকায় যাবে ভারতীয় ক্রিকেটাররা।
এদিকে, জানা যায়, সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে মহেন্দ্র সিং ধোনির দল।
এশিয়া কাপের জন্য ভারতের ঘোষিত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, হারদিক পান্ডে, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, মোহাম্মদ শামি, পবন নেগি।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment