সোনা পরতে ভালবাসেন? প্রতিবছর একটু সোনা না কিনলে মন যেন কেমন করে আপনার। এ সোনা নিয়েই রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে চমকে দেবে। জেনে নিন এমন কিছু তথ্য যা হয়তো আপনার অজানা।
১. সারা বিশ্বের ১১ শতাংশ সোনা রয়েছে ভারতের মহিলাদের কাছে।
২. সবচেয়ে বেশি ভারী সোনার বারের ওজন ২৫০ কেজি।
৩. সারা বিশ্বে খনি থেকে উত্তোলনকৃত সোনার সিংহভাগই দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারসর্যান্ডের সোনার খনি থেকে আসে।
৪. সোনা নিয়ে ভয় পাওয়াকে এক কথায় বলে অরোফোবিয়া।
৫. ইউক্যালিপটাস গাছের পাতাতেও পাওয়া যায় সোনা।
৬. দুবাইতে এটিএম বুথ থেকে সোনা পাওয়া যায়।
৭. অলিম্পিকে দেয়া সোনার মেডেলে সোনা থাকে মাত্র এক শতাংশ।
৮. সব মোবাইলফোনেই সোনা থাকে।
সূত্র: আনন্দবাজার।
Friday, February 19, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment