জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমনের ফেসবুক প্রোফাইল ব্লক করে দেবার অভিযোগ উঠেছে।
ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গান রচনা করে ফেসবুকে পোস্ট করায় সরকার তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় বলে দাবি করেছেন সুমনের ঘনিষ্ঠ জনরা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। অনলাইন ও অফলাইনে কবীর সুমনের অনুরাগীদের প্রতিবাদের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য সেই ব্লক উঠে যায়।
সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সুমন বিভিন্ন সময়ই গান রচনা করেছেন। সেই সব গান রাষ্ট্রের শাসকদের বেকায়দায় ফেললেও এবারই প্রথম তার ফেসবুক প্রোফাইল ব্লক করে দেয়ার মতো ঘটনা ঘটলো।
যে গানটি লিখে কবীর সুমন ফেসবুকে পোস্ট করেছিলেন:
যেখানেই থাকো তুমি শ্রীনগরে দেখা হবে ইতিহাস তুমি বলে স্বাধীনতা দেবে কবে।
ঝিলমের স্রোতে বাসে রাতের কবিতা একা আঁধারের কবি জানে শ্রীনগরে দেখা হবে।
ইনস্যাস থেকে গুলি আকাশে বুলেট ক্ষত তারারা গুলির দাগ প্রদীপ জ্বলবে যত।
কার ঘরে নিভে গেছে প্রদীপের শিখা কবে আফজল গুরু শোনো শ্রীনগরে দেখা হবে।
ফাঁসিতে বুলেটে বুটে ইতিহাস ফ্যালে পিষে সেই ইতিহাসই বাঁচে একা দোয়েলের শিসে।
কাশ্মীরে স্বাধীনতা ডাকছে দোয়েল একা গানের কসম জান শ্রীনগরে হবে দেখা।।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment