মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সুপ্রিম কোর্টে নতুন একজন বিচারক মনোয়নের কাজ তার উত্তরসূরির কাছে রেখে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন সিনেটের রিপাবলিকান দলের সদস্যরা ওই আহ্বান জানিয়েছিলেন। শনিবার বিচারপতি অ্যান্তোনিন স্কালিয়ার মৃত্যুর পর মার্কিন সুপ্রিম কোর্টে নতুন একজন বিচারক নিয়োাগ নিয়ে যে কোন্দল তৈরি হয়েছে, এর মধ্যেই এ ঘোষণা দিলেন বারাক ওবামা।
ওবামা বলেন, তিনি সংবিধান অনুযায়ী বিচারপতি অ্যান্তোনিন স্কালিয়ার স্থলে নতুন বিচারপতি মনোয়ন করবেন এবং তারপর সিনেটের কাজ হবে সেটি সমর্থন দেয়া অথবা প্রত্যাখ্যান করা। খবর বিবিসি।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের উদ্দেশ্য করে ওবামা বলেন, সিনেটের উচিত তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করা। কাজে বাঁধা দেয়ার যে হিংসাত্মক সংস্কৃতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার এটিই সময়। সংবিধানে বেশ স্পষ্টভাবেই বলা আছে করণীয় সম্পর্কে।
ওবামা আরো বলেন, যখনি সুপ্রিম কোর্টে কোন পদ শূন্য হবে, তখনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজনকে সেখানে মনোনয়ন দেবেন। সিনেট সেটিকে প্রত্যাখ্যান করতে পারে, অথবা সেই মনোনিত ব্যক্তি সুপ্রিম কোর্টে নিয়োগ পাবেন।
প্রয়াত বিচারপতি অ্যান্তোনিন স্কালিয়া রক্ষণশীল ভাবধারার ছিলেন এবং দীর্ঘদিন যাবত তিনি সুপ্রিম কোর্টে বিচারপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন সিনেট সদস্যরা ঘোষণা দেন যে, আগামী বছর নতুন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত তারা কোনো মনোনয়ন নিশ্চিত করবেন না।
অ্যান্তোনিন স্কালিয়ার মৃত্যুর আগ পর্যন্ত নয় সদস্যের সুপ্রিম কোর্টে রক্ষণশীলদেরই প্রাধান্য ছিল। ধারণা করা হচ্ছে, ওবামা তার স্থলে একজন উদারপন্থী বিচারপতিকে নিয়োগ দেবেন। আর এটিই এড়াতে চাইছে রিপাবলিকানরা।
তবে প্রেসিডেন্ট ওবামা অঙ্গীকার করেছেন যে, নিয়মানুযায়ী যথাসময়েই তিনি তার মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করবেন।
Wednesday, February 17, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment