Social Icons

Wednesday, February 17, 2016

ইমেলদা মার্কোসের ২১ মিলিয়ন ডলারের অলঙ্কার নিলামে

বাজেয়াপ্ত করা ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেলদা মার্কোসের ২১ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অলঙ্কার নিলামে তুলছে দেশটির সরকার।

ফার্স্ট লেডি থাকাকালীন সময়ে জুতার বিশাল সংগ্রহ ও বিলাসী জীবনযাপনের জন্য আলোচিত হয়েছিলেন ইমেলদা।

১৯৮৬ সালে ফার্দিনান্দকে উৎখাত করা হয়। একুশ বছর ক্ষমতায় থাকাকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ফার্দিনান্দ পরিবার বিপুল সম্পদের মালিক হয়েছিল বলে ধারণা করা হয়।

ফার্দিনান্দ পরবর্তী সরকার এই অভিযোগে ইমেলদা ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করে, যার মধ্যে অলঙ্কারগুলোও আছে। খবর বিবিসির।

ফার্দিনান্দের ছেলে মার্কোস জুনিয়র মে মাসের নির্বাচনে জিতলে অলঙ্কার বিক্রি আটকে দিতে পারেন এমন ধারণায় তড়িঘড়ি নিলাম সম্পন্ন করা হচ্ছে। মার্কোস জুনিয়র আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন।  

নব্বই দশকের মাঝামাঝি সময়ে দুর্নীতির অভিযোগে ইমেলদার ১২ বছরের কারাদণ্ড হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে ইমেলদা মুক্তি পান।  

২০১৪ সালে ইমেলদার সংগ্রহে থাকা বেশকিছু চিত্রকর্মও জব্দ করে ফিলিপাইনের সরকার। চিত্রকর্মগুলো সরকারি অর্থে কেনা হয়েছিল বলে অভিযোগ আছে।
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates