Social Icons

Wednesday, February 17, 2016

চিত্রনায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী আজ

চিত্রনায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী বুধবার। ২০০৮ সালের এই দিনে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

তার স্মরণে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে বিশেষ দোআ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতিও এ দিনে তাকে স্মরণ করে মিলাদের আয়োজন করেছে।

১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না। ওই বছরই মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘তওবা’। এরপর মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাতে তিনশ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য ছবি হচ্ছে- ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি কয়েকটি ছবি প্রযোজনাও করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates