মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন পোপ ফ্রান্সিস। খবর বিবিসির।
তিনি বলেছেন, 'যে ব্যক্তি শুধু প্রাচীর তোলার কথা ভাবেন, সে যেখানেই হোক না... এবং কোনো সেতুবন্ধ তৈরির চেষ্টা করেন না, তিনি কখনও খ্রিষ্টান হতে পারেন না। এটি ঈশ্বরের বাণী নয়।'
মেক্সিকো থেকে রোমে ফেরার পথে পোপ বিমানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
এ সময় ট্রাম্পকে ভোট দেয়া আমেরিকানদের উচিত হবে কিনা- এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জিকা ভাইরাস মোকাবিলায় জন্মনিরোধক ব্যবহার করার অনুমতি আছে কিনা আরেক প্রশ্নে পোপ বলেন, 'দুটি শয়তানের মধ্যে ছোটটিকে ব্যবহার করা যায়।'
তিনি বলেন, 'গর্ভপাত একটি অপরাধ এবং চূড়ান্ত শয়তানি। কিন্তু গর্ভধারণ এড়ানো তেমন (অপরাধ) নয়।'
তবে নিজেকে একজন 'গর্বিত খ্রিষ্টান' দাবি করে পোপের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, 'কোনো ধর্মীয় নেতার অন্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই।'
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প পোপ ফ্রান্সিসের মন্তব্যকে 'লজ্জাকর' বলেও আখ্যা দেন।
তিনি আরও বলেন, 'একজন ধর্মীয় নেতা হয়ে কারও বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা লজ্জাকর। কোনো নেতার, বিশেষত ধর্মীয় নেতাদের অন্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই।'
এ সময় ট্রাম্প মেক্সিকো সরকারেরও সমালোচনা করেন। বলেন, '(পোপ) আমার সম্পর্কে বাজে কথা বলেছেন। মেক্সিকো সরকার পোপকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে।'
তিনি অভিযোগ করেন, মেক্সিকো 'ধর্ষক আর অপরাধীদের' যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।
এ সময় ট্রাম্প প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা সমর্থন করেন।
Friday, February 19, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment