Friday, February 19, 2016
রাহুলকে ফাঁসিতে বা গুলি করে হত্যা করা হোক : বিজেপি
রাজস্থানের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমএলএ কৈলাস চৌধুরী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীর ফাঁসি দাবি তুলে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বৃহস্পতিবার বলেছেন, ‘রাজকুমারকে ফাঁসিতে ঝুলিয়ে না হয় গুলি করে হত্যা করা হোক।’ রাজকুমার বলতে ভারতের কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে বোঝানো হয়েছে। রাহুলের ফাঁসি দাবি করে ভারতে তোলপাড় সৃষ্টি করেছেন কৈলাস চৌধুরী। এখানেই থামেননি তিনি। রাহুলকে ‘দেশদ্রোহী’ হিসেবেও উল্লেখ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, আফজাল গুরুর পক্ষে সাফাই গেয়ে কানহাইয়া কুমার সভা-সমাবেশ করেন। এরপর কানহাইয়ার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। ফলে তাকে গ্রেফতার করা হয়। বিজেপির দাবি, আফজাল গুরুকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন কানহাইয়া। তারা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছে। আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন রাহুল গান্ধী। এর জেরে ক্ষোভ প্রকাশ করে জি-নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিজেপির এমএলএ কৈলাস বলেন, ওই বিশ্বাসঘাতকের ভারতের মাটিতে থাকার কোনো অধিকার নেই। তাকে দেশ থেকে বের করে দেয়া হোক। অথবা ফাঁসি দিয়ে না হয় গুলি করে হত্যা করা হোক। এদিকে জেএনইউর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আফজাল গুরুর দোসরদের ঘর থেকে বের করে মারা হবে। তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment