Social Icons

Friday, August 18, 2017

প্রবাসী শ্রমিকদের জন্য নতুন কঠোর পদক্ষেপ মালয়েশিয়ার


মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেন,মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি শ্রমিকদের দুই বছর পরপর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক এবং অবৈধ অভিবাসীদের বিষয়ে নতুন করে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় যে, যারা মালয়েশিয়ায় কাজ করতে চায় তারা যতদিন মালয়েশিয়ায় থাকবে ততদিন তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। আর এ পরীক্ষা আগের চেয়ে আরো কঠোর ও সূক্ষ হবে বলে জানান তিনি। এছাড়া ২০১৯ সাল থেকে বিদেশি শ্রমিকদের ওপর কর আরোপ করার ঘোষণাও আসে মন্ত্রিসভার বৈঠকের পর।
উপ-প্রধানমন্ত্রী যায়িদ হামিদি আরও বলেন, বর্তমানে প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা নেয়া হয় কয়েকটি ধাপে। মালয়শিয়ায় আসার আগে একবার, মালয়েশিয়ায় প্রবেশ করার পর আকেকবার এবং এরপর প্রথম ও দ্বিতীয় বছর বসবাস করার পর একবার করে, এর পরে আর কোন স্বাস্থ্য পরীক্ষা হয়না।
কিন্তু ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়মের পরিবর্তন আনা হবে। শ্রমিকদের ২ বছর অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। কোন শ্রমিক ১০ বছরের বেশি মালয়েশিয়ায় কাজ করতে পারবেনা। এক্ষেত্রে বসবাসের দ্বিতীয় বছরে, চতুর্থ বছরে, ষষ্ঠ বছরে, অষ্ঠম বছরে এবং দশম বছরে একবার করে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে সব বহিরাগত শ্রমিককে। ‘মালয়েশিয়ার নাগরিকদের মধ্যে যেন সংক্রামক রোগ ছড়িয়ে না পড়ে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি। স্বাস্থ্য পরীক্ষার প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে যেন এটা নিশ্চিত হয় যে, যেসব বিদেশি শ্রমিক এখানে কাজ করবে তারা সব ধরনের সংক্রামক রোগ এবং মাদক মুক্ত। স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে বলে জানান তিনি।
হামিদি জানান, এবছরের ৩১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত বিদেশি শ্রমিকের সংখ্যা ১.৭৫৮ মিলিয়নে নেমে এসেছে যা ২০১৫ সালের শেষে ছিল ২.১৩৫ মিলিয়ন। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় শ্রমিকদের তূলনায় কম পারিশ্রমিকে বিদেশি শ্রমিক পাওয়া যায় বলে নিয়োগকর্তারা বিদেশি নিয়োগের ক্ষেত্রে বেশি উৎসাহী। তাই স্থানীয় শ্রমিকদের কাজে লাগানোর জন্য বিদেশি শ্রমিক নিয়োগের ওপর কর আরোপ করা হবে। শিল্পপ্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে ২০১৯ সাল থেকে এই আইন চালু করা হবে। এর আগে গতবছর এমন একটি মন্ত্রীসভার বৈঠক শেষে নিরাপত্তার স্বার্থে বিদেশি শ্রমিকদের জন্য কেন্দ্রীয় আবাসন ব্যবস্থা গ্রহণের কথা বলেন জাহিদ হামিদি। তিনি বলেন, নিয়োগদাতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। বিদেশি শ্রমিকদের একটা নির্দিষ্ট জায়গায় রাখার ব্যাপারে কোন বেসরকারি প্রতিষ্ঠান যদি নিয়োগদাতাদের পক্ষে কাজ করে সে ব্যাপারেও আপত্তি নেই মন্ত্রিসভা কমিটির। জাহিদ হামিদি বলেছেন, দেশে বিদেশি শ্রমিকদের সংখ্যা এত বেশি হওয়ার পরও বিভিন্ন খাত থেকে বিদেশি শ্রমিকের চাহিদা আসছে। সরকার এক্ষেত্রে ৪টি খাতকে চিহ্নিত করেছে। তবে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়ার নাগরিকদের প্রাধান্য দিতে হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates