২০১৩ সালে ন্যু ক্যাম্পে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পরের বছর বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর লিওনেল মেসি তো আগে থেকেই ছিলেন। ফলে বার্সেলোনা পেয়েছিল প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ধরিয়ে দেওয়ার মতো এক আক্রমণভাগ। মেসি-সুয়ারেজ-নেইমারের এই দুর্দান্ত আক্রমণভাগকে আদর করে ডাকা শুরু হয়েছিল ‘এমএসএন’ বলে। কিন্তু এবারের নতুন মৌসুম শুরুর আগে একেবারে একা হয়ে গেছেন মেসি।
অনেক নাটকীয়তার পর নেইমার পাড়ি জমিয়েছেন ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। সেখানে গিয়ে দারুণ নৈপুণ্যও দেখাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। আর লুইস সুয়ারেজ মৌসুমের শুরুতেই পড়েছেন ইনজুরির কবলে। হাঁটুর ইনজুরির কারণে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে উরুগুয়ের এই স্ট্রাইকারকে। দুই ঘনিষ্ঠ সতীর্থর এমন অবস্থায় অনেকটাই একা হয়ে গেছেন মেসি। ফলে নতুন মৌসুমে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলানাকে বেশ বিপাকেই পড়তে হয়েছে।
নেইমারের অনুপস্থিতিটাই মৌসুমের শুরুতে ভালোভাবে টের পেয়েছে বার্সা। স্প্যানিশ সুপার কাপে হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। প্রথম লেগের ম্যাচে মাত্র একটি গোল দিতে পেরেছিল কাতালানরা। সেটাই মেসি দিয়েছিলেন পেনাল্টি থেকে। দ্বিতীয় লেগের ম্যাচে কোনো গোলের দেখাই পায়নি বার্সা। দুই লেগ মিলিয়ে হেরে গেছে ৫-১ ব্যবধানে। এখন সুয়ারেজও ইনজুরির কবলে পড়ায় আক্রমণের কৌশল সাজাতে ভালোই বেগ পেতে হবে বার্সেলোনার কোচ আর্নেস্তো ভ্যালভার্দেকে।
No comments:
Post a Comment