Social Icons

Wednesday, October 4, 2017

কয়েক দশকের মধ্যেই অস্ট্রেলিয়ার তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পোঁছাবে!

আগামী কয়েক দশকের মধ্যেই ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার দুটি বৃহত্তম শহর। একটি গবেষণায় এ কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, সিডনি ও মেলবোর্নকে এ ধরনের গ্রীষ্ম সহ্য করতে হতে পারে।
দেশটির আবহাওয়া ব্যুরো বলেছে, ২০১৩ সালে সিডনির তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড সৃষ্টি করে। ২০০৯ সালে মেলবোর্নের তাপমাত্রা পৌঁছায় ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। গবেষণায় শুধু ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের আবহাওয়ার পূর্বাভাসগুলো পরীক্ষা করা হয়। কিন্তু গবেষকরা বলছেন, অস্ট্রেলিয়ার অন্যান্য অংশেও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রধান গবেষক অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ড. সোফি লুইস বলেন, বৈশ্বিক রেকর্ডের উষ্ণতম বছর হিসেবে ২০১৫ সাল ২০২৫ সালের মধ্যে গড় বছর হতে পারে।
ভূপ্রাকৃতিক গবেষণাপত্রে প্রকাশিত মেলবোর্ন ইউনিভার্সিটির অংশগ্রহণসহ করা গবেষণাটিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ওপর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুইস বলেন, যদি বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ে অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলো ২০৪০ থেকে ২০৫০ সালের মধ্যে ৫০ ডিগ্রি সেলসিয়াসের অভিজ্ঞতা অর্জন করবে। জাতীয় স্বাধীন জলবায়ু কাউন্সিলের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার সবচেয়ে সাম্প্রতিক গ্রীষ্মকাল আবহাওয়ার ২৫০টি রেকর্ড ভেঙেছে। যখন শীতকালই ছিল উষ্ণতম। গত মাসে ২০১৭ ও ২০১৮ সালে বিপদজনক দাবানল মৌসুমে প্রস্তুতি নেয়ার জন্য অস্ট্রেলীয়দের সতর্ক করা হয়।

 বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates