Social Icons

Monday, October 30, 2017

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: ট্রাম্পের সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ১২ অভিযোগ

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগের ঘটনায় এবার অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাবেক ব্যবস্থাপক পল মানাফোর্ট। এতে মানাফোর্ট এবং তার ব্যবসায়ী সহযোগী রিক গেটসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অর্থপাচারসহ ১২টি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এর মধ্যে, মানাফোর্ট ও রিক গেটস এফবিআই এর কাছে আত্মসমর্পণ করেছে বলেও নিশ্চিত করেছে দেশটির স্পেশাল কাউন্সিল। স্পেশাল কাউন্সিলের ওই বিবৃতিতে বলা হয়, ‘তাদের বিরুদ্ধে যে ১২ দফা অভিযোগ আনা হয়েছে তাহল- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থ পাচারের ষড়যন্ত্র, বৈদেশিক নীতির ক্ষেত্রে অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করা, মিথ্যে ও অপপ্রচারমূলক ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট সংক্রান্ত বিবৃতি, মিথ্যে বিবৃতি এবং বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিতে সাতবারের ব্যর্থতা।’
অভিযোগপত্রে বলা হয়, ২০০৬ সাল থেকে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে মানাফোর্ট ও গেটস ইউক্রেনের রাজনৈতিক দল ও নেতাদের জন্য কাজ করে তাদের কাছ থেকে লাখ লাখ ডলার আয় করেছেন। যুক্তরাষ্ট্র ও বিদেশি অ্যাকাউন্ট ব্যবহার করে সে অর্থ তারা পাচার করেছেন। ইউক্রেনের রাজনৈতিক দলের হয়ে কাজ করা এবং আয় করার তথ্য তারা দুজনই গোপন করেছিলেন। 
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, মার্কিন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের নেতৃত্বে মার্কিন নির্বাচনে রুশ সংযোগ বিষয়ে তদন্ত চলছে। এর আগে ট্রাম্পের জামাতাসহ হোয়াইট হাউজের সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তাই এই তদন্তদলের জেরার মুখে পড়েছেন। যদিও শুরু থেকেই রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে আসছেন। বিবিসি ও সিএনএন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates