Social Icons

Tuesday, October 31, 2017

ফেনীর হামলা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ: খালেদা জিয়া

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার থেকে ফেরার পথে মঙ্গলবার ফেনীর মহিপালে গাড়িবহরের উল্টোপাশে দুটি বাসে আগুন লাগানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পুনরায় আওয়ামী সন্ত্রাসীদের হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে মঙ্গলবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, আজও (মঙ্গলবার) আমার গাড়িবহর ঢাকা যাওয়ার পথে ফেনী শহর অতিক্রম করার সময় পেট্রল বোমা নিক্ষেপসহ দুটি গাড়িতে আগুন লাগিয়ে সন্ত্রাসী আতংকের পরিবেশ সৃষ্টি করে। এটি সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ  কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক। জনগণের হাড়গোড় চিবিয়ে এরা ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী এই পিশাচদের পদচারণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে ফেনী জেলাকে। ফেনী শহর এখন বিবেকবর্জিত সন্ত্রাসীদের অভয়ারণ্য। রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধাদানের উদ্দেশ্যে তারা আমার গাড়িবহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু অসংখ্য গাড়ি কিংবা দলের নেতাকর্মীদের আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যমে সাংবাদিকদের ওপরও নৃশংস আঘাত করেছে এবং তাদের যানবাহন ভাংচুর করেছে।

এদিকে গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates