ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয় ব্রাজিল ও মালি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধে সুযোগ সৃষ্টি করেও গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ব্রাজিল দুটি গোল করে। তাতে ২-০ ব্যবধানে মালিকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তৃতীয় হয়ে দেশের বিমান ধরতে যাচ্ছে কিশোর সেলেকাওরা।
শনিবার কলকাতায় ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে মালি। বলের দখলের দিক দিয়েও ব্রাজিলের সঙ্গে পাল্লা দিচ্ছিল আফ্রিকার দেশটির কিশোররা। ব্রাজিল যেখানে ৫২ শতাংশ বলের দখল নিয়েছিল, মালি সেখানে নিয়েছিল ৪৮ শতাংশ বলের দখল। আক্রমণের দিক দিয়ে ব্রাজিলের চেয়ে বেশ এগিয়ে ছিল মালি। ব্রাজিলের গোলপোস্টে ২৭টি আক্রমণ শানায় মালির কিশোররা। তার মধ্যে ১০টি গোলমুখে শট নেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলোর একটিও জালে আশ্রয় নেয়নি। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৮টি শট নেয়। তার মধ্যে গোলমুখে ছিল ৩টি। গোল হয়েছে দুটি। তাই গোলের খেলা ফুটবলে ভালো খেলেও হারতে হয়েছে মালিকে।
শনিবার প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় ব্রাজিলের অ্যালান গোল করে এগিয় নেন দলকে। অবশ্য মালির গোলরক্ষকের ভুলেই গোলটি হয়েছে। ব্রাজিলের ডি বক্সের একটু সামনে মালির খেলোয়াড়দের ভুল পাস থেকে বল পেয়ে টেনে নিয়ে যান অ্যালান। মালির গোলরক্ষক গোলপোস্ট থেকে একটু সামনে চলে আসেন। অ্যালান শট নেন। বলটি মালির গোলরক্ষের পায়ে লেগে গতিপথ পরিবর্তন করে জালে আশ্রয় নেয়। এরপর ৮৮ মিনিটে ইউরি আলবার্তো গোল করে ব্যবধান ২-০ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিলের কিশোররা।
জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে আসলেও ইংল্যান্ডের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। অন্যদিকে স্পেনের কাছে হেরে মালির কিশোরদের প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। আজ ব্রাজিলের কাছে হেরে চতুর্থ হয়ে দেশে ফিরছে তারা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment