শুধু জাপান নয়, ব্রাজিলিয়ান মার্শাল আর্টসেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রাহুল গান্ধী! তলোয়ার যুদ্ধেও কুপোকাত করতে পারেন প্রতিপক্ষকে! নয়াদিল্লিতে স্পোর্টস ডেভেলপমেন্টের এক অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে রাহুল জানান যে তিনি আইকিডোতে ব্ল্যাক বেল্ট। ভারতীয় রাজনীতির মোস্ট এলিজেবল ব্যাচেলরের এই গুণটির কথা বেশিরভাগেরই অজানা ছিল।
বক্সার বিজেন্দ্র সিংহের এক প্রশ্নের জবাবে রাহুল ব্ল্যাক বেল্ট জানার পর তাই অবাক অনেকেই। রাহুল ভক্তদের আরো অবাক করে দিলেন তাঁর আইকিডো কোচ পরিতোষ কর।
রাহুল গান্ধী শুধু ব্ল্যাক বেল্টই নয়, ব্রাজিলিয়ান জুজুত্সু এবং তলোয়ার যুদ্ধেও সমান পারদর্শী। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর এ কথা জানান পরিতোষ। ওই সাক্ষাৎকারে রাহুল গান্ধীর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে পরিচয়, প্রশিক্ষণ দেওয়া এবং তার পর ক্রমশ ইচ্ছাশক্তির জোরে কীভাবে রাহুল ব্ল্যাক বেল্ট হলেন তা শেয়ার করেন কোচ পরিতোষ।
তিনি জানান, ২০০৯ সালে রাহুল গান্ধীর সঙ্গে পরিচয় তাঁর। রাহুল তাঁর আরো দুই বন্ধুর সঙ্গে রোজ প্র্যাকটিস করতে আসতেন। রাহুলের প্র্যাকটিস দেখতে মাঝে মধ্যে এসে হাজির হতেন মা সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীও।
২০১৩ সালে ব্ল্যাক বেল্ট হন রাহুল। এর জন্য জাপান থেকে ভারতে আসা এক আইকিডো মাস্টারের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল তাঁকে। তিনি আরো জানান, শুধু আইকিডোতে ব্ল্যাক বেল্ট হয়েই থেমে যাননি তিনি। এর পর মার্শাল আর্টসে হাত পাকাতে জাপানে চলে যান রাহুল। জাপান হেডকোয়ার্টারে ১০ দিন থেকে মার্শাল আর্টসে আরো প্রশিক্ষণ নেন।
শুধু তাই নয়, স্পোর্টস প্রেমী রাহুল লন্ডন থেকে ব্রাজিলিয়ান জুজুত্সুও শেখেন। তলোয়ার যুদ্ধেও প্রশিক্ষণ নেন, জানান কোচ পরিতোষ। তবে এটাও জানান, নিজের ফিটনেস নিয়ে ভীষণভাবে সচেতন রাহুল গত তিন-চার মাস ধরে শরীরচর্চা করতে পারছেন না। গত তিন মাস ধরে যে তিনি বিভিন্ন কারণে শরীরচর্চা করতে পারছেন না, নয়াদিল্লির অনুষ্ঠানে রাহুলও এ কথা জানিয়েছিলেন।
No comments:
Post a Comment